ঈদুল আজহার দিনে দেশবাসীকে জয় উপহার দিতে চায় বাংলাদেশ
ক্রিকেটে বাংলাদেশের প্রিয় ফরম্যাট যে ওয়ানডে, তা বলার অপেক্ষা রাখে না। গত কয়েক বছরে এ ফরম্যাটে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে লাল-সবুজের দল। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে ব্যর্থতার পর এবার নিজেদের প্রিয় ফরম্যাটে লড়াইয়ে নামছেন তামিম-মাহমুদউল্লাহরা।
আজ রোববার সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ঈদুল আজহার দিনে দেশবাসীকে জয় উপহার দিতে আশাবাদী বাংলাদেশ দল। সব ব্যর্থতা ভুলে সাফল্য উপহার দিতে চান অধিনায়ক তামিম ইকবাল।
দলের সাফল্যে আশাবাদী তামিম ইকবাল বলেন, ‘যখন আপনি হারতেই থাকেন, তখন কঠিন হয়ে পড়ে সবকিছু। যেহেতু সিরিজটি ওয়ানডে, তাই ভালো ফল আশা করতে পারি। কারণ, আমরা এ ফরম্যাটে ভালো খেলে থাকি।’
বাংলাদেশ অধিনায়ক আরও বলেন, ‘এ সংস্করণ (ওয়ানডে) নিয়ে আমরা গর্বিত, এ সংস্করণে আমরা খুব ভালো দল। তবে, যতই ভালো খেলি না কেন, নির্দিষ্ট দিনে ঠিক কাজটা করতে পারাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আশা করি আজ আমরা ভালো শুরু করব। ’
দলের খেলোয়াড়দের উজ্জীবিত করা প্রসঙ্গে তামিম বলেন, ‘আমরা সবাই চাই সিরিজটি ভালোভাবে শেষ করতে। সবাই ভালো করতে চাই। ব্যক্তিগতভাবে কাউকে অনুপ্রাণিত করার দরকার হবে না, কারণ তারা সবাই দেশের জন্য খেলছে।’
এদিকে, গায়ানায় গতকাল ঈদ হয়েছে। সেখানে ঈদুল আজহা উদ্যাপন করেন বাংলাদেশ দলের খেলোয়াড়েরা।
বাংলাদেশ দল : তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস (উইকেটরক্ষক), নুরুল হাসান সোহান, এনামুল হক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও ইবাদত হোসেন।
ওয়েস্ট ইন্ডিজ দল : নিকোলাস পুরান (অধিনায়ক), শামারাহ ব্রুকস, ব্রান্ডন কিং, রোভম্যান পাওয়েল, কেসি কার্টি, কাইল মায়ার্র্স, গুদাকেশ মোতি, কিমো পল, শাই হোপ, আকিল হোসেন, আলজারি জোসেফ, এন্ডারসন ফিলিপ ও জেইডেন সিলেস।