উয়েফার বর্ষসেরার লড়াইয়ে রিয়াল মাদ্রিদের দুই তারকা
ফুটবলে গেল মৌসুমটা স্বপ্নের মতো কাটিয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগা থেকে শুরু করে চ্যাম্পিয়নস লিগ—দুটোই উঠেছে তাদের ঘরে। আর রিয়ালের এই সাফল্যে বড় অবদান রেখেছেন বছর জুড়ে পারফরম্যান্স করা করিম বেনজেমা। তাইতো উয়েফার বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন এই ফরাসি তারকা।
বেনজেমার সঙ্গে এই তালিকায় আছেন রিয়ালের আরেক তারকা থিবো কোর্তোয়া। আর বাকিজন হলেন ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনে।
শুক্রবার উয়েফা এবারের বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেখানেই আছে এই তিনজনের নাম। আগামী আগামী ২৫ অগাস্ট চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের ড্র অনুষ্ঠানে বিজয়ী ঘোষণা করা হবে।
কোর্তোয়া ও ব্রুইনে থাকলেও এ পুরস্কার পাওয়ার লড়াইয়ে এগিয়ে আছেন বেনজেমা। গেল মৌসুমে বারবার রিয়াল মাদ্রিদের ত্রাতা হয়েছেন তিনি। এমনকি বারবার ছিটকে পড়ার উপক্রম হওয়া রিয়ালকে রক্ষা করেছেন তিনিই। উঠিয়েছেন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। চ্যাম্পিয়নস লিগে তিনি মোট ১৫টি গোলটি করেন। যার মধ্যে দুটি হ্যাটট্রিকসহ ১০টিই করেন নকআউট পর্বে। তাই পুরস্কার জেতার লড়াইয়ে ফরাসি তারকার নামই আগে আসছে।
১৫ জনের প্রাথমিক তালিকা থেকে বিচারকদের ভোটে বেছে নেওয়া হয়েছে এই তিন জনকে। এ ছাড়া ৫৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছেন রবার্ট লেভান্দোস্কি। ১৫ জনের তালিকাতে ছিলেন লুকা মদ্রিচ, মানে, সালাহ, কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিউস জুনিয়র, ভার্জিল ফন ডাইক, বের্নার্দো সিলভার মতো খেলোয়াড়রাও।
অন্যদিকে বর্ষসেরা কোচের লড়াইয়ে আছেন রিয়ালের কার্লো আনচেলত্তি, সিটির পেপ গুয়ার্দিওলা ও লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ।