‘এটাই তোমার আইপিএল’, জয়ের নায়ক তাসকিনকে তামিম
ইংলিশ তারকা মার্ক উডের চোটের কারণে আসন্ন আইপিএলে খেলার প্রস্তাব পেয়েছিলেন বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ। কিন্তু, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের খেলা থাকায় আইপিএল খেলার ছাড়পত্র পাননি তিনি।
আইপিএলে যাওয়ার সুযোগ হাতছাড়া হওয়ায় তাসকিনের মন খারাপ হওয়ার কথা স্বাভাবিকভাবে। কিন্তু, তার মধ্যেই দেশকে বড় জয় এনে দিয়েছেন তাসকিন। নিজে নিয়েছেন ৫ উইকেট, সঙ্গে দেশকে জিতিয়েছেন সিরিজ। অধিনায়ক তামিম ইকবাল মনে করেন, এ অর্জন আইপিএলের চেয়ে বড়। অধিনায়কের কথায় রোমাঞ্চিত তাসকিন নিজেও।
গতকাল বুধবার রাতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচটিতে ৫ উইকেট নিয়ে মূলত বড় ভূমিকা রেখেছেন তাসকিন। এ ছাড়া দুই ম্যাচে আট উইকেট নিয়ে সিরিজ জয়েও বড় ভূমিকা তাঁর।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তবুও ঘুরেফিরে প্রশ্ন ওঠে তাসকিনের আইপিএল খেলা নিয়ে। অধিনায়কের কাছে ব্যাপারটি জানতে চাইলে তামিম বলেন, ‘দেশের হয়ে খেলার চেয়ে অনুপ্রেরণার কিছু আর হতে পারে না। আমি জানি, তাসকিন দারুণ একটা সুযোগ পেয়েছিল আইপিএল খেলার। ও তরুণ, আসলে কাজটা কঠিন (আইপিএল উপেক্ষা করা)। আপনি এ রকম সুযোগ হাতছাড়া করতে চাইবেন না। কিন্তু, সে এখন ঠিক আছে। সে খুশি যে, দেশের হয়ে খেলছে এবং ভালো করছে।’
এরপর তামিম বলেন, “যখন সে ম্যান অব দ্য ম্যাচ ও ম্যান অব দ্য সিরিজের দুটি ট্রফি পেল, পুরস্কার বিতরণীতে ওকে বলেছিলাম, ‘দিস ইজ ইওর আইপিএল। এটা আইপিএলের চেয়ে বড়।’ সে আমার সঙ্গে একমত হয়েছে এবং খুশি আছে।”