এবার অলিম্পিক থেকে সরে দাঁড়ালেন সেরেনা
এর আগে রাফায়েল নাদাল, নাওমি ওসাকা ও ডমিনিক থিয়েম সরে দাঁড়িয়েছিলেন। অলিম্পিক গেমস থেকে এবার সরে দাঁড়ালেন সেরেনা উইলিয়ামস। তাই অলিম্পিকের টেনিস প্রতিযোগিতা তারকাহীন হয়ে পড়ল।
শুধু তাই নয়, রজার ফেদেরার অলিম্পিকে খেলবেন কি না, তা নিশ্চিত নয়। তিনি উইম্বলডনের পর নিজের সিদ্ধান্তের কথা জানাবেন।
ইয়াহু নিউজের খবরে জানা গেছে, অলিম্পিকে কেন খেলবেন না সেরেনা, তা তিনি জানাননি। উইম্বলডনের আগে এক সাংবাদ সম্মেলেনে সেরেনা বলেন, ‘আমি আসলে অলিম্পিকের তালিকায় নেই। তাই এই সম্পর্কে একেবারেই অবগত নই। টোকিও অলিম্পিক থেকে আমার সরে দাঁড়ানোর পিছনে অনেক কারণ রয়েছে। তবে সেগুলো নিয়ে এখনই আলোচনা করতে চাই না। পুরো ঘটনার জন্য আমি দুঃখিত।’
সেরেনা আরও বলেন, ‘আমার মনে এখনো অলিম্পিকে খেলার ইচ্ছা রয়েছে। কারণ আমি খেলতে চাই। এই মুহূর্তে উইম্বলডনে ফোকাস করতে চাই।’
এর আগে রাফায়েল নাদাল অলিম্পিক গেমস থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এক টুইট বার্তায় নাদাল লিখেছেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, এবারের উইম্বলডন এবং টোকিও অলিম্পিকে অংশ গ্রহণ করব না। এই সিদ্ধান্ত সহজ ছিল না। কিন্তু আমার শারীরিক সমস্যার কথা ভেবে এবং আমার দলের সঙ্গে আলোচনা করেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
আরও একটি টুইটে নাদাল লিখেছেন, ‘আমি নিজের টেনিস জীবন আরও দীর্ঘ করতে চাই। সর্বোচ্চ পর্যায়ে টেনিস খেলে নিজেকেও আনন্দ দিতে চাই।’