এসএ গেমসে স্বর্ণবিহীন আরেকটি দিন
এসএ গেমসে প্রথম দুদিনই আলো ছড়িয়েছে বাংলাদেশ। দুদিনেই জিতেছে চারটি স্বর্ণ। এর পর আর এখন পর্যন্ত স্বর্ণের মুখ দেখেনি লাল-সবুজরা। গতকাল শুক্রবারও বিবর্ণ ছিলেন বাংলাদেশের প্রতিযোগীরা। গলফ, ভারোত্তোলন ও শুটিংয়ে সর্বোচ্চ প্রাপ্তি রুপা জয়। এ ছাড়া সাঁতার থেকে শুরু করে কোনো ইভেন্টেই আলো ছাড়াতে পারেননি কেউ। এদিন সব মিলিয়ে সাতটি করে রুপা ও ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।
অবশ্য এর মধ্যে পিস্তলে বাংলাদেশের হয়ে প্রথমবার রুপা জিতে বিশেষভাবে নজরে ছিলেন আরদিনা ফেরদৌস আঁখি। ১০ মিটার এয়ার পিস্তলে ২৩৪ দশমিক ৬ স্কোর গড়ে রুপা জিতেন আঁখি। ২৩৮ দশমিক ৪ স্কোর নিয়ে স্বর্ণ জেতেন ভারতের পারমানানথাম।
গলফের ব্যক্তিগত ও দলীয় ইভেন্ট থেকে চারটি রুপা জিতেছে বাংলাদেশ। ছেলেদের ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতেন মোহাম্মদ ফরহাদ । আর মেয়েদের ব্যক্তিগত ইভেন্টে রুপা জেতেন জাকিয়া সুলতানা রুপা।
পুরুষ দলীয় ইভেন্টে বাংলাদেশের ফরহাদ, মোঃ সম্রাট, মোঃ শাহাবুদ্দিন ও মোঃ শফিক ৮৫৬ স্কোর করে রুপা জিতেন। আর মেয়েদের দলীয় ইভেন্ট থেকে বাংলাদেশের নাসিমা আক্তার, সোনিয়া আক্তার ও জাকিয়া সুলতানা রুপা জেতেন।
এ ছাড়াও ভারোত্তোলনে এসেছে দুটি রুপা, আর কাবাডিতে এসেছে ব্রোঞ্জ। মেয়েদের ৭১ কেজি ওজন শ্রেণিতে রোকেয়া সুলতানা সাথী রুপা জিতেছেন। এই বিভাগে স্বর্ণ জিতেছেন ভারতের মানপ্রীত কউর।
আর মেয়েদের কাবাডিতে স্বর্ণ জয় তো দূরে, রুপারও দেখা পায়নি কেউ। শ্রীলঙ্কাকে ১৭-১৬ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ। অথচ গত আসরে এই বিভাগ থেকে রুপা জিতেছিল বাংলাদেশ। তবে এর মধ্যে প্রত্যাশিত জয় এসেছে কেবল ছেলেদের ক্রিকেটে। প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের পর গতকাল ১০ উইকেটে ভুটানকে উড়িয়ে দিয়েছে নাজমুল-সৌমরা।