এসএ গেমস : শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে দুই অ্যাথলেট
সাউথ এশিয়ান (এসএ) গেমসে ৪০০ মিটার দৌড়ের ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ এনে দেওয়ার পথে ছিলেন জহির রায়হান। কিন্তু সেই স্বপ্ন আর পূরণ হলো না। স্বর্ণ জয়ের লড়াইয়ের মঞ্চ ছেড়ে শ্বাসকষ্ট নিয়ে জহিরের ঠাঁই হলো হাসপাতালে।
আজ বৃহস্পতিবার ৪০০ মিটার দৌড়ের ফাইনাল ছিল। প্রতিযোগিতার আগেই শ্বাসকষ্ট শুরু হলে হাসপাতালে যেতে হয় জহিরকে। সকালে ফাইনালের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু কাঠমান্ডুর উচ্চতাজনিত সমস্যার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। নাক দিয়ে রক্ত ঝরতে থাকে তাঁর। এরপর দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয় জহিরকে।
জহিরের পাশাপাশি শ্বাসকষ্টে ভুগছেন আরেক অ্যাথলেট আবু তালিবও। দুজনই নেপালের ব্লুজ ক্রস হাসপাতালে ভর্তি আছেন।
জহিরের অসুস্থতা সম্পর্কে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পবন রাওয়াল বলেন, ‘জহিরের পালস রেট স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাঁকে ফাইনালে অংশ নেওয়ার অনুমতি দিতে পারছি না।’
এর আগে চলতি আসরে প্রথম বাংলাদেশি নারী হিসেবে গত মঙ্গলবার স্বর্ণ জেতানো মারজান আক্তার প্রিয়াও খারাপ খবর দেন। স্বর্ণ জয়ের উল্লাসের ২৪ ঘণ্টা না পেরোতেই মাথায় আঘাত পান তিনি। নেপালে গতকাল বুধবার কারাতের দলগত ইভেন্টে গুরুতর আঘাত পান মারজান। পরক্ষণে আঘাতপ্রাপ্ত মারজানকে জরুরি ভিত্তিতে কাঠমান্ডুর ব্লু ক্রস হাসপাতালে ভর্তি করানো হয়।
তবে আশার খবর হলো, মারজানকে নিয়ে কোনো শঙ্কা নেই। তাঁর সিটিস্ক্যানে গুরুতর কিছু ধরা পড়েনি। চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন স্বর্ণজয়ী মারজান।
এই দুঃসংবাদের মধ্য দিয়েই গতকাল কুমিতে দলগত ইভেন্টে পাকিস্তানের বিপক্ষে লড়েছে বাংলাদেশ। দলগত লড়াইয়ে পাকিস্তানের কাছে হেরে রুপা জিতেছেন বাংলাদেশের প্রতিযোগীরা।