এ আর রহমানের কনসার্টের টিকেটের মূল্য তালিকা প্রকাশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/03/28/ar-rahman.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আগামীকাল মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ আর রহমানের কনসার্ট। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কনসার্টে গান গাইবেন বাংলাদেশি শিল্পী মমতাজ বেগম ও জনপ্রিয় ব্যান্ড মাইলস।
কনসার্টটির টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টিকেট-মূল্য সর্বোচ্চ ধরা হয়েছে ১০ হাজার টাকা, আর সর্বনিম্ন এক হাজার টাকা।
এক বিবৃতিতে টিকেটের মূল্য প্রকাশ করে বিসিবি জানিয়েছে, আজ সোমবার থেকে শুরু হয়ে আগামীকাল সকাল পর্যন্ত চলবে টিকেট বিক্রি। আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ টিকেট পাওয়া যাবে।
মোট তিনটি ক্যাটাগরির টিকেট ছেড়েছে বিসিবি। প্রিমিয়াম গোল্ডের টিকেটের মূল্য ১০ হাজার, গোল্ড পাঁচ হাজার, আর ব্রোঞ্জ এক হাজার টাকা। এর মধ্যে প্রিমিয়াম ও গোল্ড টিকেটে মাঠে বসেই দেখা যাবে কনসার্টটি। আর, এক হাজার টাকার টিকেটে দেখা যাবে গ্যালারি থেকে। এ কনসার্টে প্রথম স্লটে পারফর্ম করবেন বাংলাদেশের শিল্পীরা। আর দ্বিতীয় স্লটে থাকবেন এ আর রহমান।