কমনওয়েলথ গেমসের বাছাইপর্বের দলে নেই জাহানারা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/01/08/women-cricket.jpg)
আইসিসি কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মালয়েশিয়ায় অনুষ্ঠেয় এই আসরে নেই জাহানারা আলম। স্ট্যান্ডবাই হিসেবে দলে রাখা হয়েছে তাঁকে।
সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন জাহানারা। সাফল্যও পেয়েছেন তিনি। নয় উইকেট নিয়েছিলেন। তাঁকেই দলে রাখা হয়নি।
এই আসরের দলের নেতৃত্ব দেবেন নিগার সুলতানা। টি-টোয়েন্টি ফরম্যাটে এই প্রথম তাঁকে অধিনায়ক নির্বাচন করা হয়েছে। তিনি এর আগে ওয়ানডের অধিনায়ক ছিলেন।
বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ নারী দল। ১৮ জানুয়ারি শুরু হয়ে টুর্নামেন্ট, শেষ হবে ২৪ জানুয়ারি।
আগামী জুলাই-আগস্টে ইংল্যান্ডের বার্মিংহামে হবে কমনওয়েলথ গেমস। বাছাইপর্বে বাংলাদেশ খেলবে কেনিয়া, মালয়েশিয়া, স্কটল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে।
বাংলাদেশ নারী ক্রিকেট দল : নিগার সুলতানা (অধিনায়ক), রুমানা আহমেদ, সালমা খাতুন, ফারজানা হক, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, রিতু মনি, মুর্শিদা খাতুন, নাহিদা আক্তার, শারমিন আক্তার, লতা মণ্ডল, সোবহানা মোস্তারি, ফারিহা ইসলাম, সানজিদা আক্তার ও সুরাইয়া আজমিম।
স্ট্যান্ডবাই : জাহানারা আলম, নুজহাত তাসনিয়া ও খাদিজা-তুল-কুবরা।