কোপা আমেরিকায় করোনা আতঙ্ক বাড়ছে
এরই মধ্যে মাঠে গড়িয়েছে কোপা আমেরিকা কাপ। ব্রাজিলে ভয়াবহ করোনার মধ্যে এই আয়োজন নিয়ে কম সমালোচনা হচ্ছে না। এখন আতঙ্ক তৈরি হয়েছে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে করোনা আক্রান্ত বেড়ে যাওয়ায়। ভেনিজুয়েলা ও বলিভিয়ার পর এবার কলম্বিয়া দলে করোনা হানা দিয়েছে।
কলম্বিয়া ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানায়, দলের দুই সদস্য কোরোনায় আক্রান্ত হয়েছেন। তাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পাবলো রোমান ও ফিজিওথেরাপিস্ট কার্লোস এন্ত্রেনার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তাই এ কারণে আতঙ্কিত হয়ে পড়েছে দলের বাকি সদস্যরা। আজ সোমবার আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে কলম্বিয়া। ম্যাচে তারা ইকুয়েডরকে ১-০ হারিয়েছে।
ব্রাজিলে কোপার আয়োজন নিয়ে আয়োজকরা তীব্র সমালোচনার মুখে পড়েছে। এই পরিস্থিতিতে একটি বিবৃতিতে জানানো হয়েছে, তারা জোর করে শেষ মুহূর্তে ব্রাজিলের ওপর কোপার আয়াজনের দায়িত্ব চাপিয়ে দেয়নি।
অবশ্য শুরুতে ব্রাজিলের ফুটবলাররা করোনার মধ্যে দেশের মাটিতে কোপা আমেরিকায় খেলার পক্ষে ছিলেন না। পরে অবশ্য জানিয়েছেন টুর্নামেন্টে অংশ নেবে তারা। এরই মধ্যে একটি ম্যাচে খেলেছেও তারা।
উদ্বোধনী ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দলের পক্ষে গোল করেছেন নেইমার, মার্কিনিয়োস ও গ্যাব্রিয়েল বারবোসা।