কোহলিকে বাদ দেওয়া প্রসঙ্গে যা বললেন রবি শাস্ত্রী
গতকাল বুধবার ওয়ানডে অধিনায়কের পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। রোহিত শর্মাকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। অবশ্য টি-টোয়েন্টি অধিয়াকের দায়িত্ব আগেই পেয়েছেন তিনি। রোহিত দুই ফরম্যাটের অধিনায়কের দায়িত্বে থাকলেও টেস্টের নেতৃত্বে থাকবেন কোহিলই।
পাঁচ বছর পর ভারতীয় দলের দুজন অধিনায়ক মনোনীত করা হয়েছে। দুই অধিনায়ক প্রসঙ্গে নিজের মতামত জানিয়েছেন সাবেক কোচ রবি শাস্ত্রী।
দ্য উইককে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেন, ‘দুজনের মানসিকতা, চিন্তা-ভাবনা অনেকটা একই রকম। আমি যখন ২০১৪ সালে দায়িত্ব নিয়েছিলাম তখন দলে এক জনই তারকা ছিল, মহেন্দ্র সিংহ ধোনি। এর পর তারকা হয়ে ওঠার ক্ষমতা কোহলী ও রোহিতের মধ্যেই ছিল। এক সঙ্গে তারকা হয়ে ওঠা, বিদেশের মাটিতে গিয়ে জেতা, ভারতকে টেস্টের সিংহাসনে বসানোর মতো অনেক কিছুর সাক্ষী থেকেছে ওরা। তাই ওদের মধ্যে কোনো সমস্যা নেই। দলের ভালোর জন্যই কাজ করবে ওরা।’
শাস্ত্রী আরও বলেন, ‘কোহলির পরে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা একমাত্র রোহিতের আছে। ও খুব ভালোভাবে দলকে পরিচালনা করবে। সাদা বলের ক্রিকেটে রোহিতের অভিজ্ঞতা ওকে সাহায্য করবে। ফলে আলাদা অধিনায়ক হলেও দলে কোনো প্রভাব পড়বে না।’
আগামী বছর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ দিয়ে নতুন ইনিংস শুরু করবেন রোহিত। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটেও ভারতের নেতৃত্ব দিতে শুরু করেছেন তিনি। ঘরের মাঠে নিউজিল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে রোহিতের নেতৃত্বে দল।
এদিকে ৯৫টি ওয়ানডে ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন কোহলি। এর মধ্যে ৬৫টি ম্যাচ জিতেছে দল। তাঁর নেতৃত্বে একাধিক দ্বিপাক্ষিক সিরিজ জিতেছে ভারত। তবে কোনো বড় টুর্নামেন্ট জেতেনি ভারত। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিল। ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হেরেছিল।