গোলাপি বলের টেস্ট আয়োজনের পরিকল্পনা ভারতের

এই ফ্রেব্রুয়ারির শেষ দিকে ভারত সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে গোলাপি বলের দিবা-রাত্রির টেস্ট আয়োজন করার পরিকল্পনা করছে বিসিসিআই।
ক্রিকটেকারের খবরে জানা গেছে, করোনার কারণে বিসিসিআই শ্রীলঙ্কার বিরুদ্ধে পুরো টেস্ট সিরিজ বেঙ্গালুরুতে আয়োজন করতে চায়। যদিও তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রাথমিক সূচি অনুযায়ী, মোহালি, ধর্মশালা ও লখনউতে তিনটি টি-টোয়েন্টি এবং বেঙ্গালুরু ও মোহালিতে টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
সম্প্রতি বিসিসিআই জানিয়েছে, প্রথম দুটি টি-টোয়েন্টি ম্যাচ ধরমশালায় হতে পারে। মোহালিতে তৃতীয় টি-টোয়েন্টি এবং প্রথম টেস্টের আগে এরকম কিছু একটা ঘটতে পারে। এদিকে শিশিরের কারণে মোহালিতে গোলাপি বলের টেস্ট খেলাটা সমস্যা। তাই বিসিসিআই চাচ্ছে বেঙ্গালুরুতে দুটি টেস্ট আয়োজন করতে।’
এদিকে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে বিরাট কোহলির ১০০তম টেস্ট ম্যাচ খেলার কথা রয়েছে। তা নিয়ে বিসিসিআই ব্যাপক আয়োজন করতে যাচ্ছে।
এদিকে ভারত সফরের আগে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়া সফরে যাচ্ছ। সেখানে ১১ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। ভারত সফরের আগে তাদের আরো কঠিন পরীক্ষা দিতে হবে। শ্রীলঙ্কার জাতীয় দল শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিল গত মাসে, তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল।