ছক্কা বৃষ্টিতে নাজমুলের সেঞ্চুরির উচ্ছ্বাস
শেষ চার ম্যাচে জয়হীন মিনিস্টার গ্রুপ রাজশাহী। আজ মঙ্গলবার ফরচুন বরিশালের বিপক্ষে জয় ছাড়া বিকল্প নেই। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেখালেন নেতৃত্বগুণ।
ব্যাট হাতে দায়িত্ব নিলেন রাজশাহীর। ক্রিকেট ভক্তদের দিলেন সত্যিকারের টি-টোয়েন্টির স্বাদ। চার-ছক্কার ফুলঝুড়িতে প্রতিযোগিতামূলক ক্রিকেটে তুলে নিলেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি।
বরিশালের বিপক্ষে তাসকিন আহমেদের প্রথম ওভারে সিঙ্গেল মেরে ইনিংস শুরু করেন নাজমুল। প্রথম ২৩ রান তুলতে ২১ বল খেলেন নাজমুল। কে জানত, সময়ের সঙ্গে এতটা ভয়ানক হয়ে উঠবেন তিনি। বরং শুরু থেকে নাজমুলের চেয়ে বেশি আগ্রাসী ছিলেন আরেক ওপেনার আনিসুল ইসলাম। মাত্র ২৫ বলে হাফসেঞ্চুরি নিয়ে রানের চাকা তিনিই বেশি সচল রাখেন।
কিন্তু হাফসেঞ্চুরি তুলে নেওয়ার পর আনিসুলকে ছাপিয়ে ভয়ংকর হয়ে ওঠেন নাজমুল। ৩২ বলে হাফসেঞ্চুরি তোলা নাজমুল পরের ৫০ তুলতে খেলেছেন মাত্র ২০ বল। ৫২ বলে সেঞ্চুরি স্পর্শ করে উদযাপনে মেতে ওঠেন তরুণ এই ক্রিকেটার।
শেষ পর্যন্ত ৫৫ বলে ১০৯ রান করেন নাজমুল। রাজশাহীর অধিনায়কের ইনিংসটি সাজানো ছিল চার বাউন্ডারি ও ১১টি ছক্কায়। ১০৯ রানের মধ্যে নাজমুলের ৬৬ রানই আসে ছক্কা থেকে। তাঁর ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে সাত উইকেটে ২২০ রান করে মিনিস্টার গ্রুপ রাজশাহী।
নাজমুলের হাত ধরেই চলতি বঙ্গবন্ধু কাপের প্রথম সেঞ্চুরি দেখল ক্রিকেট ভক্তরা। চরম কঠিন সময়ে নাজমুল দেখালেন কীভাবে দায়িত্ব নিতে হয়।