জৈব-সুরক্ষা বলয়ে পরিবারসহ থাকতে পারবেন ক্রিকেটাররা
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরই ঢাকা প্রিমিয়ার লিগে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। জাতীয় দলের মতো এই আসরেও থাকছে জৈব-সুরক্ষা বলয়। আজ রোববার সন্ধ্যার দিকে টিম হোটেলে উঠবেন ক্রিকেটাররা।
অবশ্য জাতীয় দলের ক্রিকেটারদের সুরক্ষা বলয়ে বিশেষ ব্যবস্থা করে দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চাইলে পরিবারসহ থাকতে পারবেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
গত কয়েকমাস ধরে জৈব-সুরক্ষা বলয়েই বেশি থাকতে হচ্ছে জাতীয় দলের ক্রিকেটারদের। কয়েকমাস আগে বাংলাদেশ দল গিয়েছিল নিউজিল্যান্ড সফরে। সেখান থেকে ফিরে যেতে হয়েছে শ্রীলঙ্কা সফরে। সেখান থেকে ফিরেই ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হয়েছে। এখন আবার শুরু হচ্ছে ডিপিএল। ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হলেই বাংলাদেশ দল আবার উড়াল দেবে জিম্বাবুয়ে সফরে।
সবমিলিয়ে লম্বা সময় ধরে জৈব-সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে ক্রিকেটারদের। তাই ডিপিএলে পরিবারকে সঙ্গে রাখার ব্যবস্থা করে দিল বিসিবি।
এ ব্যাপারে ক্রিকেট কমিটি অব মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আজ রোববার সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন জাতীয় দলের খেলোয়াড়রা অনেকদিন ধরে জৈব-সুরক্ষা বলয়ে আছে। তাই জাতীয় দলের কিছু ক্রিকেটারদের আলাদা রুম দেওয়া হচ্ছে। তাঁরা চাইলে তাদের পরিবারসহ থাকতে পারবেন। সেক্ষেত্রে পরিবারকে অবশ্যই কোভিড-১৯ পরীক্ষা করে আসতে হবে। এই ব্যবস্থা আমরা করেছি।’
কাজী এনাম আরও বলেন, ‘জাতীয় দলের ক্রিকেটাররা এই দুদিন পরিবারের সঙ্গে আছেন। এতদিন জৈব-সুরক্ষা বলয়ে থাকায় তাঁদের নিয়ে সমস্যা হচ্ছে না। কাল থেকে লিগ শুরু তাই, আজ সন্ধ্যার মধ্যে আশা করি তারা টিম হোটেলে উঠবেন।’
আগামীকাল সোমবার থেকে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ১২টি ক্লাবের অংশগ্রহণে টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের আসর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও বিকেএসপির দুই মাঠে প্রতিদিন বসবে ছয়টি করে ম্যাচ। ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদার এই আসরে এবার পুরো মৌসুমেই পাওয়া যাবে জাতীয় দলের ক্রিকেটারদের। তাই ডিপিএলকে ঘিরে আগ্রহের কমতি নেই সবার মাঝে।