জয়ের স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে বাংলাদেশ
চ্যালেঞ্জটা খুব কঠিন। কিন্তু, স্বপ্ন তো দেখাই যায়। কারণ, বছরের শুরুতেই নিউজিল্যান্ডের মাটিতেও জয়ের রূপকথা লিখেছিল বাংলাদেশ। এবার টেস্টে দক্ষিণ আফ্রিকার দুর্গ ভাঙার হাতছানি বাংলাদেশের সামনে। প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের আশা নিয়ে আজ সোমবার ডারবান টেস্টের শেষ দিনে মাঠে নেমেছে বাংলাদেশ।
যদিও প্রকৃতপক্ষে কাজটা করা অনেক অবিশ্বাস্য। কারণ, টেস্টে এত রান তাড়া করে এর আগে জেতেনি বাংলাদেশ। তা ছাড়া রান তাড়ায় নেমে গতকালই তিন উইকেট হারিয়ে ফেলেছে সফরকারীরা। তাই আজ ডারবানে যে খুব কঠিন পরীক্ষা দিতে হবে মুমিনুলদের, সেটা আর বলার অপেক্ষা রাখে না।
গতকাল রোববার টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশর প্রধান লক্ষ্য ছিল যত অল্প রানে সম্ভব দক্ষিণ আফ্রিকাকে থামানো। প্রথম সেশনের হতাশা বাদ দিলে সে কাজ ভালোভাবেই করেছেন বাংলাদেশের বোলারেরা। দক্ষিণ আফ্রিকাকে থামিয়ে দিয়েছেন ২০৪ রানে। কিন্তু, প্রথম ইনিংসে লিড থাকায় প্রোটিয়াদের পুঁজি দাঁড়িয়েছে ২৭৪ রানে। এবার জিততে হলে এ রানই টপকাতে হবে বাংলাদেশকে।
কাল দিনের সেশনে অবশ্য রান টপকানোর লক্ষ্যে মাঠে নেমেছিল বাংলাদেশ। কিন্তু, আলোর স্বল্পতায় দিনের পুরো খেলা মাঠে গড়ায়নি।
যতটুকু সময় ব্যাট করার সুযোগ পেয়েছে বাংলাদেশ, তাতে হতাশা ছাড়া কিছু মিলেনি। ২৭৪ রান তাড়ায় নেমে স্কোরবোর্ডে ৮ রান তুলতেই তিন উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। একে একে সাজঘরে ফিরেছেন মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম ও মুমিনুল হক। দিন শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১ রান। জয়ের জন্য আজ শেষ দিন বাংলাদেশকে করতে হবে ২৬৩ রান। অন্ততপক্ষে ম্যাচ বাঁচাতে হলেও টিকে থাকতে হবে পুরোদিন।
উপমহাদেশের দলগুলোর ইতিহাস বলছে ডারবানে জয় কঠিন কিছু নয়। কারণ, এশিয়ার সবগুলো দলের ডারবানের কিংসমিডে জয় আছে। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রত্যেকে হারিয়েছে স্বাগতিকদের। এবার বাংলাদেশ সেটা করতে পারে কি না, সেটাই দেখার।
টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামায় মুমিনুল হকের দল। বিপরীতে প্রথম ইনিংসে ২৯৮ রান করেছে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২০৪ রানে থেমেছে দক্ষিণ আফ্রিকা।
এখন টেস্টের জয়-পরাজয় নির্ভর করছে আজ শেষ দিনের ওপর। এ টেস্টে জিততে হলে প্রোটিয়ারদের দেওয়া রান তাড়া করতে হবে বাংলাদেশকে। নয়তো অন্তত ম্যাচ বাঁচাতে হলেও পুরো দিন টিকে থাকতে হবে মুমিনুল হকের দলকে। সে লক্ষ্যে বাংলাদেশ কতটা সফল হয় সেটা সময় বলে দেবে।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৩৬৭
বাংলাদেশ ১ম ইনিংস : ২৯৮
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৭৪ ওভারে ২০৪ (আগের দিন ৬/০) (এরউইয়া ৮, এলগার ৬৭, পিটারসেন ৩৬, বাভুমা ৪, রিকেলটন ৩৯*, ভেরেইনা ৬, মুল্ডার ১১, মহারাজ ৫, হার্মার ১১, উইলিয়ামস ০, অলিভিয়ের ০; খালেদ ১৩-১-৩৩-০, মিরাজ ৩৫-৬-৮৫-৩, শান্ত ১-০-৩-০, ইবাদত ১৩-১-৪০-৩, মুমিনুল ১-১-০-০, তাসকিন ১১-১-২৪-২)।
বাংলাদেশ ২য় ইনিংস : ৬ ওভারে ১১/৩ (জয় ৪, সাদমান ০, শান্ত ৫*, মুমিনুল ২, মুশফিক ০*; মহারাজ ৩-০-৭-২, হার্মার ৩-১-৪-১)।