টি-টোয়েন্টি দলে ফিরলেন স্টেইন
দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার ডেল স্টেইন। নিজেদের মাঠে আগামী সপ্তাহে ইংল্যান্ডের বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দলে আবার ডাক পেয়েছেন স্টেইন।
ইনজুরির কারণে ২০১৯ সালের মার্চ মাসের পর দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো ম্যাচ খেলেননি অভিজ্ঞ স্টেইন। তবে সম্প্রতি বিগ ব্যাশ লিগে (বিবিএল) মেলবোর্ন স্টার্সের হয়ে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন। সেই চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকান নির্বাচকরা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিস এবং পেসার কাগিসো রাবাদাকে এই সিরিজে বিশ্রাম দিয়েছেন। দলে নেই অবসর ভেঙে আবার খেলায় ফেরার ঘোষণা দেওয়া এবিডি ভিলিয়ার্স। অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অনষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে পাওয়া যাবে বলে সম্প্রতি ঘোষণা দিয়েছেন ডি ভিলিয়ার্স।
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান পিট ভ্যান বিলন এবং পেসার সিসান্দা মাগালা।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ডিরেক্টর গ্রায়েম স্মিথ এক বিবৃতিতে জানিয়েছেন, ‘কঠোর পরিশ্রম করা খেলোয়াড়দের স্বীকৃতি দেওয়ার সুযোগটি আমরা নিয়েছি। আমাদের গুরুত্বপূর্ন কিছু খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছি। দলের নেতৃত্ব দেবেন কুইন্টন ডি কক।’
আগামী বুধবার ইস্ট লন্ডনে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা। পরের দুটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ডারবানে ১৪ ফেব্রুয়ারি ও প্রিটোরিয়ায় ১৬ ফেব্রুয়ারি।
দল : দক্ষিণ আফ্রিকা দল: কুইন্টন ডি কক (অধিনায়ক ও উইকেটকিপার), রিজা হেনড্রিকস, টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডাসেন, ডেভিড মিলার, পিট ফন বিলিয়োন, ডোয়াইন প্রিটোরিয়াস, আন্দিলে ফেলুকওয়ায়ো, জন-জন স্মাটস, বিউরান হেনড্রিকস, তাবরাইজ শামসি, লুঙ্গি এনগিডি, সিসান্ডা মাগালা, বিয়ন ফোরটান, ডেল স্টেইন, হাইনরিখ ক্লাসেন।