টোকিও অলিম্পিকে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৭
রাত পোহালেই মাঠে গড়াবে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ অলিম্পিক গেমস। কিন্তু, টুর্নামেন্ট শুরুর আগেই আসছে করোনার খবর। একে একে টুর্নামেন্টে অংশ নেওয়া অনেকে করোনায় আক্রান্ত হচ্ছেন। অলিম্পিকে অংশ নিতে যাওয়া সদস্যদের মধ্যে এ নিয়ে ৮৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জাপান ফরোয়ার্ডের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সংবাদমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, সবশেষ করোনায় আক্রান্ত হয়েছেন চিলির তাইকোয়ান্দো দলের এক সদস্য। দলের পক্ষ থেকে জানানো হয়েছে আক্রান্ত ফার্নান্দো আগুয়েরো অলিম্পিকে অংশ নিতে আপাতত পারবেন না। আগামী ১০ দিন তাঁকে আইসোলেশনে থাকতে হবে।
এ ছাড়া টোকিও অলিম্পিক আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গেমসে অংশ নিতে জাপানে আসাদের মধ্যে মোট আট জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। আয়োজক কমিটি জানিয়েছে, আজ বৃহস্পতিবার পর্যন্ত টুর্নামেন্টের সঙ্গে সংযুক্ত মোট ৮৭ জন কোভিড পজিটিভ হয়েছেন।
জাপানে করোনা পরিস্থিতি খুব একটা ভালো নয়। গতকালও দেশটিতে ১৮৩২ জন আক্রান্ত হয়েছেন। দেশটির লোকজন গেমস আয়োজনের বিরুদ্ধে প্রতিবাদ জানালে দর্শকশূন্য স্টেডিয়ামে গেমস আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু, গেমস শুরু হওয়ার আগেই ভিলেজে করোনার হানায় আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। সেইসঙ্গে স্পন্সরদের মুখ ফিরিয়ে নেওয়ার শঙ্কা তো আছেই। তবে সবকিছুর পরও আগামীকাল থেকে শুরু হবে অলিম্পিক গেমস। যেটা চলবে ৮ আগস্ট পর্যন্ত।