ডারবানে ইতিহাস গড়তে বাংলাদেশের চাই ২৭৪ রান
ওয়ানডে সিরিজ জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ওয়ানডের পর এবার সাদা-পোশাকের ক্রিকেটে প্রোটিয়াদের হারানোর হাতছানি বাংলাদেশের সামনে। ডারবানে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে জয় পেতে বাংলাদেশের চাই ২৭৪ রান।
নিজেদের মাঠে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ব্যাট করে স্কোরবোর্ডে ২০৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। লিডসহ তাঁদের পুঁজি দাঁড়িয়েছে ২৭৩ রান। এই রান টপকাতে পারলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার টেস্ট জয়ের ইতিহাস গড়বে বাংলাদেশ।
আজ রোববার ডারবান টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশন মোটেই ভালো কাটেনি বাংলাদেশের। শুরুর সেশনে দক্ষিণ আফ্রিকার মাত্র একটি উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। তবে প্রথম সেশনটা যতটা হতাশায় কেটেছে পরের দুই সেশন ছিল ততটাই স্বস্তিদায়ক।
যদিও দ্বিতীয় সেশনেত শুরুতেও ব্যাট হাতে শক্ত প্রতিরোধ গড়েন প্রোটিয়া ব্যাটাররা। জমে ওঠে ডিন এলগার ও কিগান পিটারসেনের দ্বিতীয় জুটি। অবশেষে জমে যাওয়া এই জুটি ভেঙেছেন তাসকিন আহমেদ।
দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকার চারটি উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের বোলারেরা। এর মধ্যে দুটি নিয়েছেন মিরাজ, একটি করে নিয়েছেন তাসকিন ও ইবাদত। দ্বিতীয় সেশনে মোট ৪ উইকেট তুলে নিয়ে স্বস্তি দিয়েছেন মিরাজ-ইবাদতরা।
এই সেশনে ডিন এলগারকে এলবির ফাঁদে ফেলে সাজঘরে পাঠিয়েছেন তাসকিন। ১০২ বলে সাত বাউন্ডারিতে ৬৪ রান করে সাজঘরে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক। এরপর পিটারসেনকে ৩৬ রানে আউট করেছেন মিরাজ। তিনি ফিরিয়েছেন ভেরেইনাকেও। আর বাভুমাকে ৪ রানে ফিরিয়েছেন ইবাদত। এরপর শেষ সেশনে বাকি উইকেটগুলো তুলে নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ২০৪ রানে থামায় বাংলাদেশ।
টেস্টের চতুর্থ দিন আজ বাংলাদেশের মূল লক্ষ্য ছিল প্রোটিয়াদের দ্রুত থামানো। কিন্তু, সে লক্ষ্যের প্রতিফলন প্রথম দুই সেশনে ঘটাতে পারেনি বাংলাদেশ। শেষ সেশনে এসে প্রোটিয়াদের থামাতে পেরেছে বাংলাদেশ।
আজ দিনের প্রথম দেড় ঘণ্টায় উইকেটের দেখাই পায়নি বাংলাদেশ। এরপর প্রথম সেশনে ইবাদতের হাত ধরে আসে প্রথম সাফল্য।
দক্ষিণ আফ্রিকার ওপেনার এরউইয়াকে আউট করে প্রথম উইকেট এনে দিলেন ইবাদত। দলীয় ৪৮ রানে প্রথম উইকেট হারিয়েছে দক্ষিণ আফ্রিক। তবে ওই একটি উইকেটের পর প্রথম সেশনে আর কোনো উইকেট পায়নি বাংলাদেশ। বাকি উইকেটগুলো পড়েছে পরের দুই সেশনে।
ডারবানে গতকাল শনিবার টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে বাংলাদেশকে থামিয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর ৬৯ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে স্বাগতিকেরা। মোট ৭৫ রানে এগিয়ে থেকে আজ রোববার টেস্টের চতুর্থ দিন শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা।
এর আগে গতকাল শনিবার তরুণ ব্যাটার মাহমুদুল হাসান জয়ের রেকর্ডময় সেঞ্চুরিতে ডারবানে তৃতীয় দিনের প্রায় আড়াই সেশন লড়াই করেছে বাংলাদেশ। তবুও টপকাতে পারেনি দক্ষিণ আফ্রিকার ইনিংস। প্রথম ইনিংসে ২৯৮ রান তুলতে পেরেছে বাংলাদেশ। ফলে ৬৯ রানের লিড পায় প্রোটিয়ারা।
গতকাল তৃতীয় দিনই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। তবে বৃষ্টির বাগড়ার কারণে দিনের পুরো খেলা মাঠে গড়ায়নি। দিনের কয়েক ওভার বাকি রেখেই শেষ হয় তৃতীয় দিনের লড়াই।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকাকে ৩৬৭ রানে থামায় মুমিনুল হকের দল। বিপরীতে প্রথম ইনিংসে ২৯৮ রান করেছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করা মাহমুদুল হাসান জয় খেলেছেন ১৩৭ রানের ইনিংস। ৩২৬ বলে তাঁর ইনিংসে ছিল ১৫টি বাউন্ডারি ও দুটি ছক্কা। এ ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ৪১ রান করেছেন লিটন দাস।