দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল ভারত
সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে ব্যাটিং দুর্দশায় মাত্র ১০৬ রানের পুঁজি পায় প্রোটিয়ারা। যা টপকে ১৭ ওভারেই জয়ের বন্দরে চলে যায় রোহিত শর্মার দল।
থিরুভানাথাপুরামে গতকাল বুধবার রাতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৮ উইকেটে হারিয়েছে ভারত। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে রোহিত শর্মার দল।
এদিন ভারতের জয়ের মূল নায়ক বোলাররা। দারুণ বোলিং করেছেন আর্শদিপ সিং, দিপক চাহার ও হার্শাল প্যাটেল। তাদের কল্যানেই মূলত প্রোটিয়াদের অল্পতে থামিয়ে দেয় ভারত। এরপর পায় সহজ জয়ের নাগাল।
এদিন আগে ব্যাট করে ১০৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাব দিতে নেমে ১৬.৪ ওভারে জয় তুলে নেয় ভারত। ভারতের জয়ে ভূমিকা রাখা আর্শদিপ একাই নেন ৩২ রান খরচায় ৩টি উইকেট। আর্শদিপই জেতেন ম্যাচ সেরার পুরস্কার। এ ছাড়া দুটি করে নেন দিপক চাহার ও হার্শাল প্যাটেল। আকসার প্যাটেল নেন একটি।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১০৬/৮ (ডি কক ১, বাভুমা ০, রুশো ০, মারক্রাম ২৫, মিলার ০, স্টাবস ০, পার্নেল ২৪, মহারাজ ৪১, রাবাদা ৭*, নরকিয়া ২*; চাহার ৪-০-২৪-২, আর্শদিপ ৪-০-৩২-৩, অশ্বিন ৪-১-৮-০, হার্শাল ৪-০-২৬-২, আকসার ৪-০-১৬-১) ।
ভারত: ১৬.৪ ওভারে ১১০/২ (রাহুল ৫১*, রোহিত ০, কোহলি ৩, সূর্যকুমার ৫০*; রাবাদা ৪-১-১৬-১, পার্নেল ৪-০-১৪-০, নরকিয়া ৩-০-৩২-১, শামসি ২.৪-০-২৭-০, মহারাজ ৩-০-২১-০) ।
ফল: ভারত ৮ উইকেটে জয়ী।