রোমাঞ্চের অপেক্ষায় কেপটাউন টেস্ট

সিরিজ নির্ধারণী ম্যাচের তৃতীয় দিনই জমে উঠেছে কেপটাউন টেস্ট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ভারতের হয়ে সেঞ্চুরি উপহার দিয়েছেন রিশাভ পন্থ। তাঁর সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে লড়াইয়ের আভাস দিয়েছে দক্ষিণ আফ্রিকা। আজ শুক্রবার টেস্টের চতুর্থ দিনই মিলতে পারে এ টেস্টের ফল। তাতে ফল যেতে পারে যেকোনো দলের পক্ষেই।
গতকাল বৃহস্পতিবার কেপটাউনে টেস্টের তৃতীয় দিন দ্বিতীয় ইনিংসে ১৯৮ রানে থামে ভারত। সেঞ্চুরি করেই অপরাজিত ছিলেন পন্থ। বাকিরা ব্যাট হাতে সফল হতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন বিরাট কোহলি। ১০ রান করেন লোকেশ রাহুল। বাকিরা কেউ দশের ঘর পার করতে পারেননি।
আগের দিনের ১৩ রানের লিডসহ দক্ষিণ আফ্রিকাকে ২১২ রানের লক্ষ্য দিতে পারে ভারত। এ রান তাড়া করতে নেমে কালই জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছে দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে কাল দিন শেষে দুই উইকেটে ১০১ রান করে প্রোটিয়ারা। দিন শেষে উইকেটে ছিলেন প্রথম ইনিংসে ফিফটি করা কিগান পিটারসেন। তিনি খেলছেন ৪৮ রানে। জয়ের জন্য প্রোটিয়াদের প্রয়োজন আর ১১১ রান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার সিরিজ জিততে ভারতের চাই ৮ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত ১ম ইনিংস : ২২৩
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২১০
ভারত ২য় ইনিংস: (আগের দিন ৫৭/২) ৬৭.৩ ওভারে ১৯৮ (পুজারা ৯, কোহলি ২৯, পান্ত ১০০*, অশ্বিন ৭, শার্দুল ৫, উমেশ ০, শামি ০, বুমরাহ ২; রাবাদা ১৭-৫-৫৩-৩, অলিভিয়ের ১০-১-৩৮-০, ইয়ানসেন ১৯.৩-৬-৩৬-৪, এনগিডি ১৪-৫-২১-৩, মহারাজ ৭-১-৩৩-০)।
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : (লক্ষ্য ২১২) ২৯.৪ ওভারে ১০১/২ (মারক্রাম ১৬, এলগার ৩০, পিটারসেন ৪৮*; বুমরাহ ৯.৪-৩-২৯-১, শামি ৭-০-২২-১, উমেশ ২-০-৫-০, শার্দুল ৫-১-১৭-০, অশ্বিন ৬-১-২২-০)।