রুদ্ধশ্বাস ম্যাচে ভারতকে হোয়াইটওয়াশ করল প্রোটিয়ারা
কেপটাউনে সিরিজের শেষ ম্যাচে কঠিন লক্ষ্য পেয়েও জয়ের খুব কাছাকাছি চলে গিয়েছিল ভারত। একপর্যায়ে মনে হয়েছিল, ভারতের জয়টা শুধু সময়ের ব্যাপার। কিন্তু, ওই মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন দক্ষিণ আফ্রিকার বোলারেরা। বারবার ম্যাচের গতি পাল্টানো রুদ্ধশ্বাস ম্যাচটিতে শেষ পর্যন্ত ভারতকে হোয়াইটওয়াশ করেছে প্রোটিয়ারা।
গতকাল রোববার রাতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ভারতকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন ম্যাচের সিরিজে তিনটিতেই জিতে ভারতকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল টেম্বা বাভুমার দল।
ম্যাচটিতে শেষ তিন ওভারে ১৮ বলে ভারতের জয়ের জন্য প্রয়োজন ছিল মোটে ১০ রান। হাতে ছিল তিনটি উইকেট। এ সহজ সমীকরণ মেলাতে গিয়েই শেষ তিনটি উইকেট হারিয়ে ফেলে ভারত। প্রতিরোধ গড়া দীপক চাহারকে প্রথমে ফেরায় স্বাগতিকেরা। এরপর আউট করে বুমরাহ ও চাহালকে। তিন উইকেট তুলে নিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে দক্ষিণ আফ্রিকা।
এদিন ম্যাচটিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরি করে দলকে এ লক্ষ্য এনে দেন কুইন্টন ডি কক। ১৩০ বলে দুই ছক্কা ও ১২ চারে ১২৪ রানের ইনিংসে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।
এ লক্ষ্য তাড়ায় নেমে ২৮৩ রান থামে ভারত। ৬৫ রান করেন বিরাট কোহলি। শেখর ধাওয়ানের ব্যাট থেকে আসে ৬১ রান। আর চাহার করেন ৫৪ রান।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৪৯.৫ ওভারে ২৮৭ (ডি কক ১২৪, মালান ১, বাভুমা ৮, মারক্রাম ১৫, ফন ডার ডাসেন ৫২, মিলার ৩৯, ফেলুকওয়ায়ো ৪, প্রিটোরিয়াস ২০, মহারাজ ৬, মাগালা ০, এনগিডি ০*; চাহার ৮-০-৫৩-২, বুমরাহ ১০-০-৫২-২,কৃষ্ণা ৯.৫-০-৫৯-৩, জয়ন্ত ১০-০-৫৩-০, চাহাল ৯-০-৪৭-১, শ্রেয়াস ৩-০-২১-০)।
ভারত : ৪৯.২ ওভারে ২৮৩ (রাহুল ৯, ধাওয়ান ৬১, কোহলি ৬৫, পন্থ ০, শ্রেয়াস ২৬, সূর্যকুমার ৩৯, চাহার ৫৪, জয়ন্ত ২, বুমরাহ ১২, চাহাল ২, কৃষ্ণা ২*; এনগিডি ১০-০-৫৮-৩, প্রিটোরিয়াস ৯.২-০-৫৪-২, মাগালা ১০-০-৬৯-১, মহারাজ ১০-০-৩৯-১, ফেলুকওয়ায়ো ৭-০-৪০-৩, মারক্রাম ৩-০-২১-০)।
ফল : দক্ষিণ আফ্রিকা ৪ রানে জয়ী।
সিরিজ : ৩ ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে জয়ী দক্ষিণ আফ্রিকা।
ম্যান অব দ্য ম্যাচ : কুইন্টন ডি কক।
ম্যান অব দ্য সিরিজ : কুইন্টন ডি কক।