ভারত ২, দক্ষিণ আফ্রিকা ২, বৃষ্টি ১
সিরিজের শেষ ম্যাচকে ঘিরে উত্তেজনার কমতি ছিল না। কারণ দুদলের জন্যই ম্যাচটি ছিল সিরিজ জয়ের উপলক্ষ্য। কিন্তু বেরসিক বৃষ্টি কারো আসাই পূরণ হতে দিল না। কারণ বৃষ্টির কারণে সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পণ্ড হয়েছে। ফলে ২-২ সমতায় থেকে শেষ হলো সিরিজ। আর তৃতীয় ম্যাচটি গেল বৃষ্টির পেটে।
বেঙ্গালুরুতে গতকাল রোববার রাতে টস মাঠে গড়িয়েছিল। টসের পর মাঠে নামার অপেক্ষায় তখন দুদল। এমন সময়েই বৃষ্টি নামে। এরপর মাত্র ৩.৩ ওভার খেলা গড়ায়।
কিন্তু দ্বিতীয় দফায় বৃষ্টি নামলে আর খেলা পরিচালনা সম্ভব হয়নি। ফলে শেষ ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। স্থানীয় সময় রাত পৌনে ১০টার দিকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। পাঁচ ম্যাচের সিরিজটি ড্র হলো তাই ২-২ সমতায়।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত: ৩.৩ ওভারে ২৮/২ (কিষান ১৫, রুতুরাজ ১০, শ্রেয়াস ০*, পান্ত ১*; মহারাজ ১-০-১৬-০, এনগিডি ১.৩-০-৬-২, রাবাদা ১-০-৫-০)।
ফল : ম্যাচ পরিত্যক্ত।
সিরিজ : পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ।