দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকা সফর মানেই বাংলাদেশের জন্য দুঃস্বপ্ন। এর আগে কখনোই প্রোটিয়াদের মাঠে জয়ের দেখা পায়নি লাল-সবুজের দল। দক্ষিণ আফ্রিকার এই কঠিন দুর্গ ভাঙার মিশনে আরেকবার মাঠে নেমেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে আজ শুক্রবার শুরু হয়েছে দুদলের লড়াই। সেঞ্চুরিয়নে ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ।
প্রোটিয়াদের মাঠে এই সফরটা কঠিন হলেও কিছুটা ফুরফুরে মেজাজে বাংলাদেশ। কারণ সফরের ঠিক আগেই ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে এই ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ। একই সঙ্গে নিজেদের সেরা দল নিয়েই দক্ষিণ আফ্রিকা সফরে উড়াল দিয়েছে লাল-সবুজের দল। এই আত্মবিশ্বাস নিয়ে এবার প্রোটিয়াদের মাঠে জয়ের ইতিহাস লিখতে চায় তামিম ইকবালের দল।
যদিও অতীত ইতিহাস কিছুটা ভয় ধরিয়ে দেওয়ার মতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত ২১টি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। যার মধ্যে জয় কেবল চারটিতে বাকি ১৭টিতেই হার। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকার মাটিতে ৯ ওয়ানডে খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ। সবশেষ ২০১৭ সালে তিন ওয়ানডে এবং দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি সব ম্যাচেই হারে লাল-সবুজের দল।
এত তিক্ত অভিজ্ঞতার মাঝে আছে সুখকর স্মৃতিও। কারণ সবশেষ ২০১৯ বিশ্বকাপে ওভালে এই প্রোটিয়াদের বিপক্ষেই জিতেছিল বাংলাদেশ। সেই সুখস্মৃতিই এবারের অনুপ্রেরণা দিতে পারে তামিম-সাকিবদেরকে। এবার মাঠে সেই আত্মবিশ্বাসের প্রতিফলন বাংলাদেশের ক্রিকেটাররা কতটুকু ফেলতে পারে সেটাই দেখার।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও ইয়াসির আলী রাব্বি।
দক্ষিণ আফ্রিকা একাদশ: তেম্বা বাভুমা, ইয়ানেমান মালান, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আন্দিলে ফেলুকওয়ায়ো, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন, কাইল ভেরেইনা।