দক্ষিণ আফ্রিকার মাটিতে তামিম-লিটনের দারুণ রেকর্ড
সেঞ্চুরিয়নের উইকেটে ইনিংসের শুরু থেকেই রান তুলতে ভুগছেন বাংলাদেশের ব্যাটাররা। অবশ্য রান কিছুটা মন্থরভাবে তুললেও উইকেটে টিকে থেকে লম্বা সময় প্রোটিয়া বোলারদের সামলেছেন বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। দুজনে মিলে প্রথম উইকেট জুটিতে তুলেছেন ৯৫ রান। দক্ষিণ আফ্রিকার মাটিতে যেটা যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ড।
ওপেনিং জুটিতে দুজন রেকর্ড করেন আরো আগে। এই জুটিতে যখন ৪৬ রান ওঠে তখনই দক্ষিণ আফ্রিকার মাটিতে সর্বোচ্চ রানের ওপেনিং জুটির রেকর্ড হয়। এর আগে ৯ ওয়ানডেতে ওপেনিংয়ে সর্বোচ্চ ছিল ৪৬ রান। এরপর এই জুটি ৯৩ পার হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটির রেকর্ডে নাম লেখান তামিম-লিটন।
রেকর্ড গড়ার পর অবশ্য জুটি আর বড় করতে পারলেন না দুজন। এরপর মাত্র ২ রান যোগ করেই আন্দিলে ফেলুকওয়ায়োর বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তামিম। যদিও রিভিউ নিয়েছিলেন, কিন্তু তাতে রক্ষা পাননি। ফেরার আগে ৬৭ বলে ৪১ রান করেন বাঁহাতি এই ওপেনার।
তামিম ফেরার পর বেশিক্ষণ টিকলেন না লিটন দাসও। হাফসেঞ্চুরি করে তিনিও ফেরেন সাজঘরে। তাঁকে বিদায় করেন কেশব মাহারাজ। সমান ৬৭ বল খেলে ৫০ রান করেন এই ডানহাতি ওপেনার।