দক্ষিণ আফ্রিকায় ভালো করবে বাংলাদেশ, বিশ্বাস সিডন্সের
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য তিন ধাপে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ধাপে আজ শনিবার গেছেন কয়েকজন। সঙ্গে ছিলেন বাংলাদেশের ব্যাটিং কোচ জেমি সিডন্স। বাকি আছেন শুধু সিদ্ধান্তে পরিবর্তন আনা সাকিব আল হাসান। তবে, বাকিদের নিয়ে ঢাকা ছাড়ার আগে বাংলাদেশ নিয়ে নিজের আশার কথা শুনিয়ে গেলেন সিডন্স। তাঁর ভাষ্য—দক্ষিণ আফ্রিকায় ভালো করবে লাল-সবুজের দল।
গতকাল শুক্রবার সকাল ১১টায় দক্ষিণ আফ্রিকায় যায় বাংলাদেশ স্কোয়াডের প্রথম দল। প্রথম বহরে ছিলেন আট জন সদস্য। তাঁরা হলেন—চার ক্রিকেটার নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, এবাদত হোসেন, নির্বাচক হাবিবুল বাশার সুমন, টিম ম্যানেজার নাফিস ইকবাল, ফিজিও বায়েজিদ ইসলাম এবং টিম অ্যানালিস্ট নাসির আহমেদ নাসু।
রাতে দেশ ছাড়ে অধিনায়কসহ বড় বহর। যেখানে তামিম ইকবাল, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, লিটন দাস, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজরা ছিলেন। সবশেষ বহর যায় আজ। সে দলে সিডন্সের সঙ্গে ছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী, শহিদুল ইসলাম, সাদমান ইসলামরা।
যাওয়ার আগে শনিবার সকালে ব্যাটিং কোচ জেমি সিডন্স বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় কাজটা কঠিন হবে। তবে আমার মনে হয়, আমরা সত্যিই ভালো করব। ছেলেরা ভালো অবস্থায় আছে, আফগানিস্তানের বিপক্ষে বেশ ভালো করেছে। স্রেফ আরেকটু ভালো ব্যাট করতে হবে।’
এদিকে, সাকিব আল হাসানও যাবেন দক্ষিণ আফ্রিকায়। দুবাই থেকে ফিরে এসে নিজের সিদ্ধান্তে বদল এনেছেন তিনি। আজ বিসিবিপ্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের নিজের সিদ্ধান্ত বদলের কথা জানান তিনি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল রাতে দক্ষিণ আফ্রিকার জন্য ঢাকা ছাড়বেন বিশ্বসেরা অলরাউন্ডার।