দারুণ রেকর্ডের সামনে ভুবনেশ্বর কুমার
দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরেছে ভারত। দলটির এই হারের পরও একজন খেলোয়াড় মুগ্ধ করেছেন সবাইকে। তিনি হলেন ভুবনেশ্বর কুমার। এই ভারতীয় পেসার নিজের ফর্ম ফিরে পেয়েছেন।
অবশ্য চোটের কারণে ভুবনেশ্বরের ক্যারিয়ার কিছুটা হুমকির মুখে পড়ে গিয়েছিল। কটকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভুবনেশ্বর দুর্দান্ত ছিলেন। চার ওভার বল করে ১৩ রানে দিয়ে চার উইকেট নেন।
এনডিটিভির খবরে জানা গেছে, বারাবতী স্টেডিয়ামে সেই চার উইকেটের মধ্যে তিনটি পাওয়ারপ্লে ওভারে এসেছিল। ভারতীয় এই পেসার এখন ৫৯ ম্যাচে পাওয়ারপ্লেতে ৫.৬৬-এর বিস্ময়কর ইকোনমি রেটে ৩৩ উইকেট নিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বদ্রি ৫০টি ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন ও নিউজিল্যান্ডের টিম সাউদি ৬৮ ইনিংসে ৩৩টি উইকেট নিয়েছেন। ইকোনমি রেটে কেউই ভারতীয় পেসারের কাছাকাছি নেই।
আজ তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা ও ভারত মুখোমুখি হবে। এদিন আর এক উইকেট পেলেই টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার-প্লেতে সর্বাধিক উইকেটশিকারি হবেন ভারতীয় পেসার।