দুর্যোগ কাটলে খেলা কীভাবে মাঠে গড়াবে, তা নিয়ে আলোচনা
প্রাণঘাতী করোনাভাইরাসের প্রার্দুভাব এখনো কাটেনি। সারা বিশ্বের মানুষ কম বেশি সংকটের মধ্যে রয়েছে। তাই সব খেলাধুলাও বন্ধ। তবে এই দুর্যোগ কেটে উঠলে খেলা কীভাবে মাঠে গড়াবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) খেলোয়াড়দের স্বাস্থ্য প্রটোকল নির্ধারণ করলেই বাংলাদেশের ক্রিকেট মাঠে গড়াবে বলে জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, মহামারি শেষে খেলার প্রটোকল তৈরি করতে আইসিসি সদস্য দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে তারা। দু-তিন সপ্তাহের মধ্যে বিষয়টি ঠিক হবে বলে জানিয়েছেন তিনি।
ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (সিডব্লুএবি) ঈদুল ফিতরের পরই ঢাকা প্রিমিয়ার লিগ আবার শুরুর আহ্বান জানিয়েছে। তবে খুব শিগগিরই ক্রিকেট শুরুর সম্ভাবনা নাকোচ করে দিয়েছে বিসিবি।
এ ব্যাপারে নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'আইসিসির সঙ্গে বিসিবি নিয়মিত যোগাযোগ রয়েছে। মাঠে ক্রিকেটারদের জন্য প্রটোকল তৈরি করতে অন্য দেশগুলোর সঙ্গে আমরা কাজ করছি। এর সঙ্গে অনেক বিষয় জড়িত আছে। যেমন, ক্রিকেটাররা মাঠে কেমন আচরণ করবেন। তারা কীভাবে স্বাস্থ্য নির্দেশিকা ও অন্যসব কিছু মেনে চলবেন। আমি মনে করি, দ্রুতই প্রটোকল তৈরি হয়ে যাবে।'
তবে এখনই ক্রিকেট শুরু করার কথা ভাবছে না বিসিবি। এ ব্যাপারে প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, 'প্রটোকল তৈরি হয়ে গেলেই আমরা ক্রিকেট শুরু করব, তা কিন্তু নয়। আমরা অপেক্ষা করব, দেখব অন্যান্য দেশে প্রটোকল কীভাবে মানা হয়। কিছু দেশ এখনই ক্রিকেট শুরু করতে প্রস্তুত। অবশ্যই তারা আইসিসির প্রটোকল বাস্তবায়ন করলে আমরা একটা ধারণা পাব। এর পরই আমরা ক্রিকেট শুরু করব।'
খেলা শুরু করা প্রসঙ্গে নিজামউদ্দিন চৌধুরী বলেন, 'ক্রিকেট আবার শুরু হবে যখন খেলোয়াড়দের জন্য সবকিছুই নিরাপদ হবে। আমরা জানি, বেশিরভাগ খেলোয়াড়ের উপার্যনের একমাত্র উৎস ডিপিএল। আমরা এই বিষয়টিও অনুধাবন করছি। কিন্তু নিরাপত্তার ভিষয়টি আমাদের ভাবতে হবে।'