দ্বিতীয় টেস্টের আগেই দেশে ফিরছেন তাসকিন-শরিফুল!
ওয়ানডে সিরিজে দারুণ সময় পার করেছেন তাসকিন আহমেদ। সিরিজ জয়ে বড় ভূমিকা রেখে ‘ম্যান অব দ্য’ সিরিজও হয়েছেন তিনি। কিন্তু সাদা-পোশাকে ভূমিকা রাখার আগে চিন্তা বাড়ল তাঁকে নিয়ে। ডারবানে টেস্টের চতুর্থ দিন কাঁধে ব্যথা অনুভব করতে দেখা যায় তাসকিনকে। এই ব্যথার কারণে দ্বিতীয় টেস্ট না খেলেই নাকি দেশে ফিরতে হচ্ছে ডানহাতি এ পেসারকে।
শুধু তাসকিন নয়, চোটের সমস্যায় ভুগছেন শরিফুল ইসলামও। শরীর ফিট নয় বলে তাঁকে এই টেস্টের একাদশে রাখা হয়নি। এখন শোনা যাচ্ছে, দ্বিতীয় টেস্টেও নাকি খেলা হবে না তাঁর। তাই তাসকিনের সঙ্গে দেশে ফিরতে পারেন শরিফুলও। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ‘তাসকিন ও শরিফুল প্রথম ম্যাচের পরই দেশে ফিরে আসবে। তারা ফেরার পর আমরা পর্যবেক্ষণ করব। আমরা চেষ্টা করছি দেখতে তাসকিন কীভাবে ইনজুরিতে পড়ল। আমাদের আরও চারজন পেস বোলার আছে স্কোয়াডে, তাই আর দরকার নেই।’
তাসকিন-শরিফুল ছাড়াও বাংলাদেশের স্কোয়াডে আছেন আরো চার পেসার। এর মধ্যে দুজন খেলছেন ডারবান টেস্টে। ইবাদত হোসেন ও সৈয়দ খালেদ আহমেদ খেলছেন ডারবান টেস্টে। আর বেঞ্চে আছেন দুই পেসার শহিদুল ইসলাম ও আবু জায়েদ চৌধুরী। তাই তাসকিন-শরিফুল ফিরলেও পেস বিভাগ সাজাতে খুব একটা চিন্তা করতে হবে না বাংলাদেশকে। অবশ্য আনুষ্ঠানিকভাবে বিসিবির পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি।
আগামী ৭ এপ্রিল থেকে মাঠে গড়াবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। পোর্ট এলিজাবেথে ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় দুপুর ২টায়।
বাংলাদেশ টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, শহিদুল ইসলাম, খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুরুল হাসান সোহান।