নাপোলির সঙ্গে পারল না বার্সেলোনা
ম্যাচজুড়ে আক্রমণে দাপট দেখাল বার্সেলোনা। সেইসঙ্গে বল দখলেও বেশ এগিয়ে ছিল কাতালান ক্লাবটি। কিন্তু, এত কিছু করেও ফল নিজেদের দখলে আনতে পারল না তারা। ইউরোপা লিগে টিকে থাকার মিশনে নেমে নাপোলির সঙ্গে ড্র করেছেন জাভি এরনান্দেজের শিষ্যেরা।
নিজেদের ঘরের মাঠ ন্যু ক্যাম্পে গতকাল বৃহস্পতিবার রাতে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। স্বাগতিকদের পক্ষে জালের দেখা পেয়েছেন তরেস। আর, অতিথিদের হয়ে গোল করেন পিওতর জিয়েলিন্সকি।
এদিন ম্যাচের ৬৭ ভাগ সময় বল দখলে রাখে বার্সা। এ সময়ে আক্রমণ করে ২১ বার, যার পাঁচটি ছিল অনটার্গেটে যাওয়ার মতো। কিন্তু, ফিনিশিংয়ের ব্যর্থতায় বারবারই ভেস্তে গেছে তাদের আক্রমণ।
অন্যদিকে, ৩৩ ভাগ সময় বল দখলে রেখে চার বার আক্রমণ করেই গোলের দেখা পেয়ে যায় নাপোলি।
ন্যু ক্যাম্পে ম্যাচের ২৯ মিনিটেই ভক্তদের স্তব্ধ করে লিড পেয়ে যায় নাপোলি। বার্সার ডি-বক্সে এলমাস একজনকে কাটিয়ে পাস দেন পিওতর জিয়েলিন্সকিকে। যদিও তাঁর প্রথম শট ঠেকিয়ে দিতে সফল হন স্বাগতিক কিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে, ফিরতি বল পাল্টা শটে জালে পাঠিয়ে গোল আদায় করে নেন পোলিশ ফরোয়ার্ড।
বিরতির পর পেনাল্টি থেকে ম্যাচে ফেরে বার্সেলোনা। ৫৯তম মিনিটে নাপোলির ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা টানেন তরেস।
গোল খাওয়ার ধাক্কা সামলে সমতা ফেরালেও আর ম্যাচে ফিরতে পারেনি বার্সা। ফলে শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।
এ প্রতিযোগিতার মূল লড়াইয়ে যাওয়ার অভিযানে আগামী বৃহস্পতিবার নাপোলির মাঠে খেলবে বার্সেলোনা।