নেপালকে রুখে দিয়ে ফাইনালে বাংলাদেশ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে স্রেফ ড্র করলেই হতো বাংলাদেশকে। নেপালের বিপক্ষে ম্যাচে তাই হয়েছে। নেপালকে রুখে দিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দল।
আজ মঙ্গলবার ভুবনেশ্বরের কালিংগা স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের রাউন্ড রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে নেপালের সঙ্গে ১-১ ড্র করেছে বাংলাদেশের যুবারা। দলকে ফাইনালে তুলতে গোল করেছেন পিয়াস আহমেদ নোভা।
রাউন্ড রবিন লিগে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে সেরা দল হিসেবে ফাইনালের পা রাখল বাংলাদেশের দল।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১-০ হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ২-১ বব্যধানে হারায় ভারতকে। এরপর তৃতীয় ম্যাচে মালদ্বীপকে ৪-১ গোলে হারায় বাংলাদেশ। তাই শেষ ম্যাচটিতে ড্র করলেই হতো। বাংলাদেশ তাতে সফল। নেপালের বিপক্ষে পয়েন্ট উদ্ধার করেই ফাইনালে পা রাখে বাংলাদেশ।
এদিন ম্যাচটিতে প্রথমার্ধে বেশ উত্তেজনায় ছড়ায়। দুদলই প্রথমার্ধে ছিল গোলহীন। উল্টো বিরতির পর ফাউলকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে যায় দুদল। শেষ পর্যন্ত এই ঝামেলার কারণে দুলই ১০ জনের দলে পরিণত হয়। বাংলাদেশের শহীদুল ইসলাম ও নেপালের দীপেশ গুরুং লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
এরপর ম্যাচের ৬৩তম মিনিটে লিড নেয় বাংলাদেশ। ডানদিক দিয়ে প্রতিপক্ষের ডি বক্সের মধ্যে সতীর্থের বাড়িয়ে দেওয়া বল থেকে গোলটি করেন পিয়াস আহমেদ নোভা।
এই স্বস্তি অবশ্য স্থায়ী হয়নি বেশিক্ষণ। ম্যাচের ৬৮ তম মিনিটে নেপালের বদলি খেলোয়াড় নিরাঞ্জন মাল্লা গোল করে স্কোরলাইন ১-১ করেন। ফলে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুদলকে।