পর্দা উঠল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের
অপেক্ষার প্রহর শেষ। আজ মঙ্গলবার ‘হোম অব ক্রিকেট’ মিরপুর শেরেবাংলায় পর্দা উঠল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের। বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের প্রথম ম্যাচে টসে জিতে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই টুর্নামেন্ট আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মূলত করোনার আবহে দেশের ক্রিকেটে স্থবিরতা নেমেছিল। সেই স্থবিরতা কাটিয়ে ক্রিকেট আমেজ ফেরাতে এই টুর্নামেন্ট আয়োজন করেছে বিসিবি। অবশ্য এর আগে বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে মাঠে ফিরে ওয়ানডে ক্রিকেট। এবার মাঠে গড়াল টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
২০ ওভারের এই টুর্নামেন্টে প্রতিদিন দুটি করে ম্যাচ মাঠে গড়াবে। আজ দিনের আরেক ম্যাচে লড়বে জেমকন খুলনা ও ফরচুন বরিশাল। আর দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বাংলাদেশ টেলিভিশন ও টি-স্পোর্টস ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করবে।
দিনের দ্বিতীয় ম্যাচ দিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে খেলায় ফিরবেন সাকিব আল হাসান। ওই ম্যাচকে ঘিরে বেশি আগ্রহ ক্রিকেট ভক্তদের। তবে রাজশাহী বনাম ঢাকার ম্যাচে নজরে থাকবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশফুল। জাতীয় দলের ফেরার জন্য এই টুর্নামেন্টকে বড় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন তিনি। তবে গুরুত্বপূর্ণ ম্যাচটির আগে দলের গুরুত্বপূর্ণ বোলার মোহাম্মদ সাইফউদ্দিনকে হারিয়েছে রাজশাহী। ম্যাচের একদিন আগে পায়ে চোট পান তারকা বোলার। আপাতত বিশ্রামে রাখা হয়েছে পেস তারকাকে।
জৈব সুরক্ষা বলয়ে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। পাঁচটি দলের ৮০ জন ক্রিকেটার ও কর্মকর্তাসহ প্রায় ৩০০ জন জৈব সুরক্ষা বলয়ে থাকবেন।
বেক্সিমকো ঢাকা : মুশফিকুর রহিম, রুবেল হোসেন, তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, মোহাম্মদ নাঈম শেখ, নাঈম হাসান, আকবর আলী, শাহাদাত হোসেন দীপু, ইয়াসির আলী রাব্বি, সাব্বির রহমান, মেহেদি হাসান রানা, মুক্তার আলী, শফিকুল ইসলাম, আবু হায়দার রনি, পিনাক ঘোষ ও রবিউল ইসলাম রবি।
মিনিস্টার গ্রুপ রাজশাহী : মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মোহাম্মদ আশরাফুল, ফরহাদ রেজা, আরাফাত সানি, ইবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল ইসলাম ইমন, রেজাউর রহমান, জাকের আলি অনিক, রকিবুল হাসান সিনিয়র, মুকিদুল ইসলাম মুগ্ধ ও সানজামুল ইসলাম।