পাকিস্তানি বোলারদের দাপটে শুরুতেই বিপর্যয়ে ইংল্যান্ড
ওপেনার শান মাসুদের অসাধারণ ইনিংস বাদে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে পাকিস্তানের ব্যাটিংকে গড়পড়তা বলা যায়। ম্যানচেস্টারে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তান অলআউট হয় ৩২৬ রানে। কার্যত অর্ধেক রান করেন মাসুদ একাই। তিনি ১৫৬ রান করে আউট হন।
এ ছাড়া বাবর আজম ৬৯ ও শাদব খান কার্যকর ৪৫ রানের ইনিংস খেলেছেন। এ তিনজন ছাড়া আর কোনো পাকিস্তানি ব্যাটসম্যানই নজর কাড়তে পারেননি।
হাতে লড়াই করার রসদ মিলতেই পাকিস্তানি বোলারদের অবশ্য পাল্টা আঘাত হানতে বিশেষ অসুবিধা হয়নি। জবাবে ব্যাট করতে নামা ইংলিশ শিবিরে শুরুতেই ধস নামান শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মদ আব্বাসরা। গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন ইয়াসির শাহও।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ড মাত্র ১২ রানের মধ্যে টপঅর্ডারের তিনজন ব্যাটসম্যানকে হারিয়ে বসে। ররি বার্নস ৪ রান করে আফ্রিদির বলে এলবিডব্লিউ হন। ডমিনিক সিবলি ৮ রান করে আব্বাসের বলে সাজঘরে ফেরেন। বেন স্টোকসকে খাতা খুলতে দেননি আব্বাসই।
ওলি পোপকে সঙ্গে নিয়ে অধিনায়ক জো রুট বিপর্যয় ঠেকানোর চেষ্টা করেন বটে, তবে তাঁর প্রতিরোধ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। রুট ৫৮ বলে ১৪ রান করে ইয়াসিরের বলে উইকেট দেন। জস বাটলারকে সঙ্গে নিয়ে পোপ দিনের বাকি সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন।
দ্বিতীয় দিন শেষে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলেছে। পোপ ৪৬ ও বাটলার ১৫ রান করে অপরাজিত রয়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান প্রথম ইনিংস : ৩২৬
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৯২/৪ (দ্বিতীয় দিনের শেষে)