পিছিয়ে গেল বাংলাদেশের বিশ্বকাপ বাছাই
কাতার বিশ্বকাপের বাছাই পর্বের বাংলাদেশের এখনো চার ম্যাচ বাকি। ম্যাচগুলো সামনে রেখে প্রস্তুতিও শুরু করে দিয়েছে বাংলাদেশসহ এশিয়ার অন্য দলগুলো। কিন্তু হঠাৎই বিশ্বকাপ বাছাই পর্বের বাকি ম্যাচগুলো পিছিয়ে দেওয়ার ঘোষণা আসে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) আজ বুধবার এ সিদ্ধান্ত নিয়েছে।
চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে ম্যাচগুলো হওয়ার কথা ছিল। আজ এএফসির ওয়েবসাইটে জানানো হয়েছে, আপাতত ম্যাচগুলো হচ্ছে না। আগামী বছর নতুন সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এএফসি এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিভিন্ন দেশে কোভিড-১৯ ভাইরাস পরিস্থিতি পর্যবেক্ষণ করে কাতার বিশ্বকাপ ও চীনে এশিয়ান কাপের জন্য নির্ধারিত ম্যাচের সূচি পাল্টে ২০২১ সালে নেওয়া হয়েছে। ফিফা ও এএফসি যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।’
প্রথমে চলতি বছরের মার্চ ও জুনে এই ম্যাচগুলো খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু তখন করোনার প্রকোপ বাড়ায় খেলার সূচি পিছিয়ে অক্টোবর-নভেম্বরে নিয়ে আসে এএফসি। এবার দ্বিতীয় দফায় পিছিয়ে দেওয়া হলো বিশ্বকাপের বাছাই পর্ব।
এএফসির পক্ষ থেকে বলা হয়, ‘ফিফা ও এএফসি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বাছাই পর্বের ম্যাচগুলোর জন্য দিন-তারিখ ঠিক করবে। সময় হলেই বাছাই পর্বের এ ম্যাচগুলোর সময়সূচি জানানো হবে।’
এদিকে ম্যাচগুলোর প্রস্তুতির আগে করোনার দুঃসংবাদ পায় বাংলাদেশ ফুটবল দল। অনুশীলন ক্যাম্পের প্রথম দিন ১২ জনের মধ্যে ১১ জনের কোভিড-১৯ পজিটিভ আসে। পরে আরো সাতজনের করোনা পজিটিভ আসে। সব মিলিয়ে ক্যাম্পে ডাক পাওয়া ৩০ জনের মধ্যে ১৮ জনই করোনায় আক্রান্ত হন।