ফ্রেঞ্চ ওপেনের শেষ চারে নাদাল, থিয়েমের বিদায়
সম্প্রতি ইউএস ওপেন জিতে চমকে দিয়েছিলেন অস্ট্রিয়ার ডিমিনিক থিয়েম। সে তিনি এবার ছিটকে গেলেন ফরাসি ওপেন থেকে। আর্জেন্টাইন উদীয়মান তারকা দিয়েগো শয়ার্টসমানের কাছে হেরে শেষ আট থেকেই বিদায় নেন তিনি।
কিছুদিন আগেই ক্লে কোর্টের রাজা রাফায়েল নাদালকেও রোম ওপেনে হারিয়ে দিয়েছিলেন দিয়েগো। এবার তাঁর দুরন্ত টেনিসের 'শিকার' হলেন থিয়েম।
এদিন ফ্রেঞ্চ ওপেনে নারী ও পুরুষদের বিভাগে রমরমা ছিল আর্জেন্টাইন খেলোয়াড়দের। নারী বিভাগে রেকর্ড গড়ে সেমিতে উঠেন নাদিয়া পোদোরস্কা। আর পুরুষদের বিভিগে দাপট দেখালেন দিয়েগো শয়ার্টসমান।
তৃতীয় বাছাই ও গত দুবারের রানারআপ ডমিনিক থিমকে আসর থেকেই ছিটকে দিলেন দিয়েগো। থিয়েমের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় দিয়েগোর। ম্যাচে ৭-৬ (৭-১), ৫-৭, ৬-৭ (৬-৮), ৭-৬ (৭-৫), ৬-২ গেমে জিতেন দিয়েগো। যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়নকে হারাতে দিয়েগো লড়াই করেন পাঁচ ঘণ্টা আট মিনিট। প্রথমবার ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে উঠেন তিনি। ম্যাচ জিতে দিয়েগো বলেন, ‘ডমিনিক এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। আমরা ভালো বন্ধু। ওকে হারাতে পেরে ভালোই লাগছে।’
অন্যদিকে রাফায়েল নাদাল জয় অব্যাহত রেখেছেন। ক্লে কোর্টে তিনি অপ্রতিরোধ্য। কোয়ার্টার ফাইনালে সহজে জিতে পৌঁছে গেলেন সেমিফাইনালে। নাদাল কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন জন সিনারকে। স্ট্রেট সেটে হারালেন তাঁকে। খেলার ফল নাদালের পক্ষে ৭-৬,৬-৪,৬-১।
সেমিফাইনালে দিয়েগোর মুখোমুখি হবেন রাফায়েল। পাঁচ সেটের এত দীর্ঘ ম্যাচের ক্লান্তি কাটিয়ে আর্জেন্টিনার খেলোয়াড় ক্লে কোর্টের রাজাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারেন কি না, সেটাই দেখার।