বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো কোচ এখন শ্রীলঙ্কার দায়িত্বে
নাভিদ নেওয়াজের অধীনেই ২০২০ সালের যুব বিশ্বকাপে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। লঙ্কান কোচের অধীনে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল লাল-সবুজের দল। যেটা বাংলাদেশের প্রথম বৈশ্বিক শিরোপা। তাই লঙ্কান কোচের নাম বাংলাদেশের বিশ্বকাপ জয়ের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে।
বাংলাদেশকে বিশ্বকাপ জেতানো এই কোচকেই এবার নিজেদের কোচিং প্যানেলে যুক্ত করেছে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড। গত রোববার ইংল্যান্ডের সাবেক কোচ ক্রিস সিলভারউডকে দুই বছরের জন্য প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে শ্রীলঙ্কা। তাঁর সহকারী হিসেবেই এবার নিয়োগ পেয়েছেন এতদিন বাংলাদেশের যুব দলে দায়িত্ব পালন করা নাভিদ নাওয়াজ।
লঙ্কান বোর্ড নিশ্চিত করেছে, দুই বছরের চুক্তিতে দলটির সহকারী কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নাভিদ নাওয়াজকে। নিজ দেশের সঙ্গে নাভিদের প্রথম অ্যাসাইনমেন্ট হবে বাংলাদেশেই।
কারণ আগামী মাসেই বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কার ক্রিকেট দল। দলের সঙ্গে এবার বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আসবেন নাভিদ নাওয়াজ। ক্রিস সিলভারউড-নাভিদ ছাড়াও লঙ্কানদের কোচিং প্যানেলে আছেন চামিন্দা ভাস, পিয়াল বিজেতুঙ্গে ও মনোজ আবেবিক্রমা। এর মধ্যে পেস বোলিং কোচ হিসেবে আছেন চামিন্দা ভাস। স্পিন বোলিং কোচ হিসেবে আছেন পিয়াল বিজেতুঙ্গে আর ফিল্ডিং কোচ হিসেবে আছেন মনোজ আবেবিক্রমা।