বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ
ক্রিকেটে চলতি বছর খুব ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। চলমান বিপিএল শেষেই আফগানিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এরপর আগামী মাসেই উড়াল দেবে দক্ষিণ আফ্রিকা সফরে। বাংলাদেশ দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরের সূচি প্রকাশ করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।
আজ বুধবার বাংলাদেশের সফরসূচি প্রকাশ করেছে দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এ সফরে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল।
আইসিসির ওয়ানডে সুপার লিগ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে সিরিজ দুটি খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে দিয়ে শুরু হবে দুদলের লড়াই। সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হবে আগামী ১৮ মার্চ। পরের ম্যাচটি হবে জোহানেসবার্গে ২০ মার্চ। আবার সেঞ্চুরিয়নে ফিরে ২৩ মার্চ হবে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ।
ওয়ানডে সিরিজ শেষে সাদাপোশাকের লড়াই শুরু হবে ডারবানে। সেখানে আগামী ৩১ মার্চ থেকে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ৮ এপ্রিল থেকে এলিজাবেথে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ।
এক নজরে সফরের সূচি
১৮ মার্চ ২০২২ : প্রথম ওয়ানডে (সেঞ্চুরিয়ন)
২০ মার্চ ২০২২ : দ্বিতীয় ওয়ানডে (জোহানেসবার্গ)
২৩ মার্চ ২০২২ : তৃতীয় ওয়ানডে (সেঞ্চুরিয়ন)
৩১ মার্চ–৪ এপ্রিল : প্রথম টেস্ট (ডারবান)
৮ এপ্রিল–১২ এপ্রিল : দ্বিতীয় টেস্ট (পোর্ট এলিজাবেথ)