বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ান এখন পারভেজ
প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজের সপ্তম টি-টোয়েন্টি ম্যাচেই রেকর্ড গড়লেন পারভেজ হোসেন ইমন। সবাইকে ছাপিয়ে বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ড গড়লেন তরুণ এই ব্যাটসম্যান।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে ফরচুন বরিশালের হয়ে এই রেকর্ড গড়েন পারভেজ। ম্যাচটিতে মাত্র ৪২ বলে সেঞ্চুরি করেছেন তিনি। যেটা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশিদের মধ্যে দ্রুততম।
২২১ রানের লক্ষ্যে তিনে ব্যাট করতে নামেন পারভেজ। নয়টি চার ও সাত ছক্কায় ২৩৮ স্ট্রাইক রেটে পান সেঞ্চুরি। জয়ের জন্য শেষ ১২ বলে চার রান লাগত ফরচুন বরিশালের। পারভেজের সেঞ্চুরি জন্যও দরকার ছিল চার রান। স্ট্রাইকে থাকা পারভেজ কোনো ভুল করেননি। আনিসুল ইসলাম ইমনের অফস্টাম্পের বাইরের বল কভার দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে মাইলফলক ছুঁয়ে ফেলেন তিনি। বরিশালও পেয়ে যায় আট উইকেটের জয়।
এত দিন ধরে টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সবচেয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল তামিম ইকবালের দখলে। ২০১৯ সালের বিপিএল ফাইনালে ৫০ বলে ঢাকার বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তামিম। একই বছর বঙ্গবন্ধু বিপিএলে খুলনা টাইগার্সের নাজমুল হোসেন শান্ত ৫১ বলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করেন। আজ মঙ্গলবার নাজমুল ফের ৫২ বলে করেন নিজের দ্বিতীয় শতক। তবে সবাইকে ছাড়িয়ে মাত্র ৪২ বলে তিন অঙ্কের ঘর স্পর্শ করেন পারভেজ।