বাংলাদেশের বিপক্ষে কিউই দলে ম্যাট হেনরি
বাংলাদেশের পা রাখার দুদিনের মাথায় কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ওপেনিং ব্যাটসম্যান ফিন অ্যালেন। কিউই তারকার করোনা হওয়ায় বাংলাদেশের বিপক্ষে পেসার ম্যাট হেনরিকে সুযোগ দিচ্ছে নিউজিল্যান্ড।
ওয়ানডে ক্রিকেটে নিয়মিত মুখ হলেও টি-টোয়েন্টিতে খুব বেশি অভিজ্ঞ নন হেনরি। পঞ্চান্নটি ওডিআই ম্যাচ খেললেও এখন পর্যন্ত মাত্র ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই পেসার। অ্যালান করোনায় আক্রান্ত হওয়ার সুবাদে সুযোগ মিলছে আরেক বার।
একজন ওপেনিং ব্যাটসম্যানের জায়গায় পেসারকে বেছে নেওয়ার ব্যাপারে কিউই কোচ গ্যারি স্টেড বলেন, ‘অবশ্যই ফিনের (অ্যালেন) বদলি হিসেবে ম্যাট সম্ভাব্য এক রকম নয়। এখনকার পরিস্থিতিতে দ্রুত সময়ের মধ্যে দলে যোগ দেওয়ার জন্য সবচেয়ে উপযুক্ত সে-ই। কোভিড-১৯ টিকার দুটি ডোজই তার নেওয়া আছে এবং দেশে ফেরার পর তার জন্য এমআইকিউ বেড আগে থেকেই সংরক্ষিত আছে। এ ছাড়া বর্তমান পরিস্থিতিতে ক্রিকেটারদের ওয়ার্কলোড ব্যবস্থাপনায়ও সতর্ক থাকতে হবে আমাদের।’
সিরিজের শুরু থেকে হেনরিকে পাওয়া যাবে না। আগামী সোমবার নিউজিল্যান্ড থেকে রওনা দেবেন তিনি। মঙ্গলবার বাংলাদেশে পৌঁছানোর পর তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে তাঁকে।
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১ সেপ্টেম্বর (বুধবার)। পরের চারটি ম্যাচ হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচই হবে দিবারাত্রির। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচগুলো শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।
নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম (অধিনায়ক), ফিন অ্যালেন, হামিশ বেনেট, টম ব্লান্ডেল, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র্যান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন, কোল ম্যাকনকি, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার, উইল ইয়াং ও ম্যাট হেনরি।