বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে স্মরণ করা হবে ওয়ার্ন-মার্শকে
এক দিনের মধ্যে দুই কিংবদন্তি ক্রিকেটারকে হারিয়েছে ক্রিকেটবিশ্ব। গতকাল শুক্রবার সকালে মারা যান অস্ট্রেলিয়ার প্রখ্যাত সাবেক উইকেটরক্ষক রড মার্শ। এরপর রাতে না ফেরার দেশে পাড়ি জমান সর্বকালের সেরা লেগ স্পিনার শেন ওয়ার্ন।
মার্শ ও ওয়ার্নের মৃত্যুতে শোকার্ত বিশ্ব ক্রিকেট। শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
রড মার্শ ও শেন ওয়ার্নের স্বজনদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে, আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
আজ শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা ৩টায় শুরু হবে সিরিজের শেষ ম্যাচ। এ ম্যাচের আগেই স্মরণ করা হবে দুই কিংবদন্তিকে।
বিশ্বের সর্বকালের সেরা ক্রিকেটারদের মধ্যে একেবারে ওপরের সারিতে থাকবে শেন ওয়ার্নের নাম। ১৪৫ টেস্টে ৭০৮ উইকেট নেওয়া ওয়ার্ন লাল বলের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। পাশাপাশি ১৯৪ ওয়ানেডেতে ২৯৩ উইকেটও রয়েছে তাঁর।
১৯৯৯ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন শেন ওয়ার্ন। ওই বিশ্বকাপের ফাইনালে ম্যাচসেরাও হয়েছিলেন তিনি।
সম্প্রতি অ্যাশেজেও তাঁকে ধারাভাষ্য দিতে দেখা গেছে। ওয়ার্নের আকস্মিক মৃত্যুতে বড় ধাক্কা খেয়েছে ক্রিকেট দুনিয়া।
ওয়ার্নের আগে না ফেরার দেশে পাড়ি জমান মার্শ। গত সপ্তাহে হার্ট অ্যাটাকের পর মার্শকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালেই এক সপ্তাহ লড়াইয়ের পর মারা যান ৭৪ বছর বয়সি সাবেক এ কিপার-ব্যাটসম্যান।