বাফুফের নতুন সাধারণ সম্পাদক তুষার
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে ফিফা। এরপর সবার মধ্যে কৌতূহল তৈরি হয়েছে কে হবেন নতুন সাধারণ সম্পাদক? আজ সোমবার (১৭ এপ্রিল) কার্যনির্বাহী কমিটির সভা ডাকে বাফুফে। সেখানে ঘোষিত হয় নতুন সাধারণ সম্পাদকের নাম। দায়িত্ব দেওয়া হয়েছে ইমরান হোসেন তুষারকে। তবে স্থায়ীভাবে নয়, তিনি পালন করবেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব।
বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী বলেন, ‘আমাদের সাধারণ সম্পাদক দুই বছরের জন্য নিষিদ্ধ হয়েছে। সে যেন পরবর্তীতে ফেডারেশনের কোনো কিছুতে অংশগ্রহণ করতে না পারে, সেই ব্যাপারে সিদ্ধান্ত নেব। যেহেতু ফেডারেশনের কাজ চলমান, খেলা চলছে, টুর্ণামেন্ট হচ্ছে, তাই আমাদের একজন সাধারণ সম্পাদক দরকার। আমরা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে ইমরানকে দায়িত্ব দিচ্ছি। তিন মাস অথবা সর্বোচ্চ ছয় মাসের জন্য সে দায়িত্ব পালন করবে। পরবর্তীতে আমরা আমাদের যে প্রক্রিয়া আছে তা মেনে নতুন সাধারণ সম্পাদক নিয়োগ দেব।’
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ও প্রটোকল কর্মকর্তা হিসেবে কাজ করেছেন বেশ কয়েক বছর।