বাবা হারালেন নারী ফুটবলার সাবিনা
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাবা সৈয়দ আলী গাজী আর নেই। গতকাল সোমবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে নিজ বাড়ি সাতক্ষীরায় মারা যান তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও পাঁচ কন্যা রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর।
সাবিনার বাবার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। এক শোকবার্তায় সাবিনার বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।
সাবিনার বাবার মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন, সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহসভাপতি, নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ গভীর শোক প্রকাশ করেছেন।