বিশ্বকাপজয়ী তারকাকে দলে নিতে মরিয়া বার্সেলোনা
উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের বার্সা ছাড়ার পর থেকে একজন একজন স্থায়ী স্ট্রাইকারের খোঁজে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। পছন্দ মতো কাউকে এখনও না পাওয়ায় এবার আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা জুলিয়ান আলভারেজের ওপর চোখ পড়েছে বার্সার। ম্যান সিটির এই তারকাকে দলে ভেড়াতে রীতিমত উঠে পড়ে লেগেছে কাতালান ক্লাবটি।
গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের এক প্রতিবেদন জানা যায়, আলভারেজকে কিনতে আগ্রহী বার্সেলোনা। বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা তো নাকি আলভারেজকে দলে ভেড়াতে সর্বোচ্চ চেষ্টা করার ঘোষণা দিয়েছেন।
চলতি মৌসুমে আর্জেন্টাইন ক্লাব রিভাপ্লেট থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন আলভারেজ। শুরুর একাদশে নিয়মিত সুযোগ হয়না আলভারেজের। তবে সুযোগ পেলে গোল করতে ভুল করেন না এই আর্জেন্টাইন তারকা। সিটিজেনদের জার্সিতে ২৮ ম্যাচে করেছেন ৯ গোল।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার জয়ের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলভারেজ। মেসির সঙ্গে তার সেই দুর্দান্ত পারফরম্যান্সই মনে ধরেছে বার্সেলোনার। তাই তাকে দলে নিতে পারলে যে বার্সার আক্রমণভাগ আরও শক্তিশালী হবে তা তো বলাই যায়।
দলবদলে বাজারে আলভেজের বর্তমান মূল্য ৫০ মিলিয়ন ইউরো। তবে গুঞ্জন রয়েছে ম্যানসিটি আলভারেজের সঙ্গে চুক্তি নবায়ন করতে মুখিয়ে। কারণ তার রিলিজ ক্লজ মাত্র ২০ মিলিয়ন ইউরো।
আলভারেজের আর্জেন্টিনা দলে আসা সাদামাটা একজন ফুটবলার হিসেবে। তবে অল্প সময়েই আলবিসেলেস্তাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে উঠেছেন ২৩ বছর বয়সী এই ফুটবলার।