বিশ্বকাপজয়ী যুবাদের জন্য ৪০ লাখ রুপি পুরস্কার ঘোষণা সৌরভের
বিশ্বকাপের শুরুতেই করোনা হানা দিয়েছিল ভারত শিবিরে। তাতেও থামেনি ভারতের জয়ের রথ। ছন্দ ধরে রেখে ফাইনালে ওঠে ভারতীয় যুবরা। এরপর শিরোপা মঞ্চে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন হয় বিশ্বকাপের।
গতকাল শনিবার দিবাগত রাতে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়ে পঞ্চমবারের মতো যুব বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারতীয় যুব দল। শিরোপাজয়ী যুবাদের জন্য ৪০ লাখ রুপি পুরস্কারের ঘোষণা করেছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলী।
এক টুইট বার্তায় বিসিসিআইয়ের সভাপতি জানিয়ে দিলেন, বিশ্বজয়ী দলের সদস্যদের ৪০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। একই সঙ্গে দলের সঙ্গে থাকা সাপোর্ট স্টাফ এবং যুব দলের নির্বাচকদেরও শুভেচ্ছা জানিয়েছেন সৌরভ।
টুইটারে পুরস্কারের ঘোষণা দিয়ে সৌরভ বলেন, ‘দুর্দান্ত একটা বিশ্বকাপ জেতার জন্য অনূর্ধ্ব-১৯ দল, সাপোর্ট স্টাফ এবং নির্বাচকদের অভিনন্দন। আমরা ভারতীয় দলকে ৪০ লক্ষ টাকা পুরস্কার দেব। এটা সামান্য স্বীকৃতি। ওদের অর্জন যে কোনো আর্থিক পুরস্কারের থেকে অনেক বেশি। অসাধারণ অর্জন। প্রচণ্ড চাপের মুখে দলের প্রত্যেকে যে ভাবে খেলেছে, তা অবিশ্বাস্য।’
অ্যান্টিগায় গতকাল শনিবার রাতে বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৪ উইকেটে হারিয়েছে ভারত অনূর্ধ্ব-১৯ দল। এই নিয়ে যুব বিশ্বকাপে পঞ্চমবারে শিরোপা জিতল ভারতীয়রা। এর আগে মোহাম্মদ কাইফ, বিরাট কোহলি, উন্মুক্ত চাঁদ ও পৃথ্বি’শ এর অধীনে জিতেছিল চারটি বিশ্বকাপ।
এবারের ফাইনাল জয়ে বড় ভূমিকা রেখেছেন রাজ বাওয়া। বল হাতে তিনি ৩১ রানে ৫ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে খেলেছেন ৩৫ রানের ইনিংস। ফলে ফাইনালের ম্যাচ সেরার পুরস্কারও জিতেছেন রাজ।