বিশ্বকাপে প্রথম ম্যাচেই রোনালদোর ইতিহাস
ক্যারিয়ারের সম্ভাব্য শেষ বিশ্বকাপ। তার ওপর টুর্নামেন্ট শুরু করার আগে ক্লাব নিয়ে নানা রকম তিক্ততা সৃষ্টি। এমনকি ক্লাবও ছাড়তে হয়। এত চাপের মধ্যেও বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নেমেই ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে পাঁচটি ভিন্ন ভিন্ন বিশ্বকাপে গোল করার কীর্তি গড়লেন পর্তুগিজ তারকা।
কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার ঘানার বিপক্ষে দলের প্রথম গোল করেন রোনালদো। তাতেই ইতিহাসের পাতায় নাম ওঠে ৩৭ বছর বয়সী তারকার।
এতদিন চারটি আসরে গোল করা কিংবদন্তি পেলে, মিরোস্লাভ ক্লোসা, উয়ি সিলার ও লিওনেল মেসির পাশে ছিলেন রোনালদো। আজ সবাইকে পেছনে ফেলে নিজেকে নিলেন নতুন উচ্চতায়। যেখানে রোনালদো ছাড়া নেই কারও নাম।
এদিন বিরতি থেকে ফিরেই পেনাল্টির ভাগ্যে গোলের খাতা খোলেন রোনালদো। ৬৫ মিনিটে তিনি নিজেই ফাউলের শিকার হন। তাতে পর্তুগাল পায় পেনাল্টি। সুযোগ হাতছাড়া না করে সফল স্পট কিকে লিড নেন রোনালদো। তাতেই হয়ে যায় রেকর্ড।
রোনালদো প্রথমবার বিশ্বকাপে খেলেন ২০০৬ সালে। সেবার তিনি একটি গোল করেন। এর পর ২০১০ ও ২০১৪ আসরেও একটি করে গোল করেন। গেলবার রাশিয়া বিশ্বকাপে অবশ্য দারুণ করেন। রাশিয়া বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। এরপর মরক্কোর বিপক্ষে করেন আরেকটি গোল। এবার করলেন ঘানার বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে সবাইকে ছাপিয়ে গেলেন সিআরসেভেন।
কাতার বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার রাতে ঘানাকে ৩-১ গোলে হারিয়েছে পর্তুগাল। দলের জয়ের ম্যাচে গোল করেন ক্রিস্টিয়ানোর রোনালদো, জোয়াও ফেলিক্স ও রাফেল লিয়াও। ঘানার হয়ে গোল করেন আন্দ্রে ও উসমান।