বিশ্বকাপ বাছাইয়ে সাফল্যে আশাবাদী জামাল ভূঁইয়া
আগামী জুনে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ভারত, আফগিস্তান ও ওমানের বিপক্ষে তিনটি ম্যাচ হবে কাতারের দোহায়। এই ম্যাচগুলোকে সামনে রেখে আজ রোববার প্রস্তুতি শুরু করেছেন জামাল-রেজাউলরা।
বিশ্বকাপ বাছাইয়ের এই তিন ম্যাচের মধ্যে অন্তত দুটিতে জিতে চায় বাংলাদেশ। দলের অধিনায়ক জামাল ভূঁইয়া আশার কথা শুনিয়েছেন। তিনি বলেন, ‘ভারত ও আফগানিস্তানের খেলোয়াড়দের মান আমাদের কাছাকাছি। ওদের বিপক্ষে জেতা সম্ভব। ওরা খুব একটা ভালো দল নয়। আফগানিস্তানের বিপক্ষে আমরা প্রথম লেগে শেষ মুহূর্তে গোল খেয়েছি। এটা আমাদের দুর্ভাগ্য।’
আগামী ৩ জুন প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ৭ জুন ভারত ও ১৫ জুন ওমানের মুখোমুখি হবে তারা।
২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তানের দুশানবেতে (নিরপেক্ষ ভেন্যু) অ্যাওয়ে ম্যাচে বাংলাদেশ হেরেছিল ১-০ গোলে। ভারতের বিপক্ষে কলকাতায় ১-১ গোলে ড্র এবং ওমানের বিপক্ষে মাসকাটে বাংলাদেশ হেরেছিল ৪-১ গোলে।
এদিকে বাংলাদেশ দল এখন ঢাকায় অনুশীলন করবে । ২০ অথবা ২১ মে কাতার যাওয়ার কথা লাল সবুজের দলের।