ভক্ত-সমর্থকদের প্রতি ক্রিকেটারদের ঈদের শুভেচ্ছা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/21/sakib-tamim.jpg)
একমাস সিয়াম-সাধনার পর এলো খুশির ঈদ। আগামীকাল সারাদেশে উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্য বজায় রেখে ঈদুল ফিতর উদযাপন করবেন দেশবাসী। এ উপলক্ষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন তারা। অধিকাংশ মানুষই এখন শুভেচ্ছা বিনিময়ের জন্য বেছে নেন ভার্চুয়াল জগতকে। ব্যতিক্রম নয় ক্রিকেটাররাও। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন সাকিব-তামিমরা।
ঈদুল ফিতরের দিন জাতীয় দলের ক্রিকেটাররা কে কোথায় ঈদ করেন, কে কিভাবে ভক্ত-সমর্থকদের ঈদের শুভেচ্ছা জানান, সেটা জানতে আগ্রহী থাকেন সবাই। এবারও ব্যতিক্রম হয়নি। ক্রিকেটারদের কাছ থেকে ঈদের শুভেচ্ছা পেয়ে আপ্লুত ভক্ত-সমর্থকরা।
ফেসবুক পেজ, টুইটারে সাকিব, তামিম, তাসকিনরা ভক্তদের জানিয়েছেন ঈদের শুভেচ্ছা। নিজের অফিসিয়াল ফেসবুক আইডিতে সাকিব আল হাসান লিখেছেন, ‘আপনি যেখানেই থাকুন না কেন, আপনি এবং আপনার প্রিয়জনরা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করুন এবং নতুন বছর সবার জন্য ভালোবাসা, সুখ এবং প্রশান্তি নিয়ে আসুক। ঈদ মোবারক!’
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল লিখেছেন, ‘সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা.. ঈদ মোবারক।’
পেসার তাসকিন আহমেদ লিখেছেন, ‘আমার পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সবাইকে ঈদ মোবারক জানাই! আসুন এই শুভ দিনে এবং তার পরের দিনগুলোতেও ভালবাসা এবং উদারতা ছড়িয়ে দিতে থাকি। মহান আল্লাহ আমাদের ভালো কাজগুলোকে কবুল করুন এবং ভালোবাসা, আনন্দ ও শান্তিতে ভরা একটি বরকতময় ঈদ দান করুন।’
অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ লিখেছেন, ‘ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা- বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।’
অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! রমজানের চেতনা সারা বছর আপনার সাথে থাকুক এবং আপনার জীবনকে কল্যাণ ও অনুগ্রহে পূর্ণ করুক।’