ভারতকে রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়া, কাল মাঠে নামছে বাংলাদেশ
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে রুখে দিয়েছে দক্ষিণ কোরিয়া। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।
আজ মঙ্গলবার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ভারত প্রথমে এগিয়ে যায় ম্যাচের ৪ মিনিটে। ললিত কুমার করেন গোলটি।
দ্বিতীয় কোয়ার্টারে অবশ্য কোনো গোল হয়নি। তবে তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ভারতের পক্ষে দ্বিতীয় গোলটি করেন হারমানপ্রীত।
ম্যাচের ৪১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে জেন জং ইউন গোল করে ব্যবধান কিছুটা কমান। ৪৬ মিনিটে ম্যাচের সমতা ফেরান কিম সুং ইউন।
আগামীকাল বুধবার বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে। বিকলে সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। এটি বাংলাদেশের প্রথম ম্যাচ।
এই টুর্নামেন্টকে সামনে রেখে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জাপানের কাছে ৪-১ এবং পাকিস্তানের কাছে ৩-১ গোলে হারে লাল-সবুজের দল। কাল ভারতের বিপক্ষে কেমন করে সেটাই দেখার।
২০১৮ সালের এশিয়ান গেমসের পর আন্তর্জাতিক কোনো টুর্নামেন্টে খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। দীর্ঘ দিন পর শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক আসরে ফিরছে তারা। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে এশিয়ার সেরা পাঁচ দল ভারত, পাকিস্তান, জাপান ও দক্ষিণ কোরিয়াকে।