মনে হয়েছে মিনি ঢাকায় আছি : তামিম
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াইটা হয়েছে সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্ক স্টেডিয়ামে। ঢাকা থেকে যার দূরত্ব প্রায় নয় হাজার কিলোমিটার। কিন্তু অত দূরে হলেও, দেখে বোঝার উপায় নেই—এটা যে তামিম-সাকিবদের হোম ভেন্যু নয়। গ্যালারিজুড়ে প্রবাসি বাঙালিদের উচ্ছ্বাস। ‘সাকিব’, ‘তামিম’, ‘তাসকিন’ আর ‘বাংলাদেশ’ শব্দে মুখরিত পুরো সেঞ্চুরিয়ন।
প্রতিপক্ষের মাঠে নিজেদের এত জয়গান শুনে মুগ্ধ হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তাঁর কাছে সেঞ্চুরিয়নকে ‘মিনি ঢাকা’ই মনে হয়েছে।
বিষয়টি চোখে পড়েছে উপস্থাপকদেরও। তাই ম্যাচ শেষে দর্শকদের কথা আলাদাভাবে তোলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার পমি এমবাঙ্গুয়া। তামিমকে প্রশ্ন করেন, ‘এখানকার দর্শকদের দেখে আমার কাছে এটা অনেকটা মিরপুরের মতোই মনে হয়েছে। হয়তো মিরপুরের মতো ঠিক ততটা উচ্চ-শব্দে নয়। তবে, তারা সবসময় সমর্থন করে গিয়েছে। ঠিক বলছি না?’
জবাবে হাসিমুখে তামিম বলেন, ‘হ্যাঁ, সত্যি কথা বলতে কী, আমার মনে হচ্ছিল যেন মিনি ঢাকায় আছি। তারা (দর্শক) অসাধারণ ছিল। অসাধারণ ছিল। রাসেল ডমিঙ্গো, আমাদের হেড কোচ যেমনটা বলেন, তারাই আমাদের দলের দ্বাদশ ব্যক্তি। আমরা যেখানেই খেলি, তারা সব সময় পাশে থাকে। জিতি বা হারি—তারা সবসময় থাকে আমাদের পাশে।’
জিম্বাবুয়ে, কেনিয়া, ওয়েস্ট ইন্ডিজ—এত দিন এ তিনটি দলের বিপক্ষেই দেশের বাইরে সিরিজ জয়ের কীর্তি ছিল বাংলাদেশের। এবার সে তালিকায় যুক্ত হলো দক্ষিণ আফ্রিকার নাম। বুধবার দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। এ নিয়ে চতুর্থ দলের বিপক্ষে দেশের বাইরে সিরিজ জয়ের আনন্দ পেল বাংলাদেশ।
এর আগে তিন দলের বিপক্ষে ছয়টি সিরিজে দেশের বাইরে জিতেছিল বাংলাদেশ। এবার জিতেছে সপ্তম সিরিজ।
গতকাল বুধবার তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে তামিম ইকবালের দল। এই প্রথম দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জয়ের কীর্তি গড়েছে বাংলাদেশ। এ সফরেই প্রোটিয়াদের মাটিতে প্রথম জয়ের স্বাদ পায় বাংলাদেশ। এবার পেল সিরিজ জয়ের স্বাদ।
সেঞ্চুরিয়নে ম্যাচটিতে আগে ব্যাট করে ৩৭ ওভারে ১৫৪ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। তাড়া করতে নেমে ২৬.৩ ওভার হাতে রেখেই জয়ের নাগাল পেয়ে যায় বাংলাদেশ।