মাহমুদউল্লাহর ২৫-৩০ রানের আক্ষেপ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2019/11/08/mahmudullah.jpg)
প্রথম ম্যাচে দারুণ জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে তাদেরই মাটিতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে লাল-সবুজের দল। দিল্লিতে অসাধারণ সাফল্য পাওয়া বাংলাদেশকে রাজকোটে তেমনভাবে দেখা যায়নি। বরং অনেকটা বিবর্ণ ছিল। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ মনে করেন, রান কিছুটা কম হয়েছে বলে এদিন সাফল্য পাওয়া সম্ভব হয়নি।
রাজকোটে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ আট উইকেটের বড় ব্যবধানে হেরেছে। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, ‘উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমরা ২৫ থেকে ৩০ রান কম করতে পেরেছি। ১৮০ করতে পারলে প্রতিপক্ষকে আটকানো সম্ভব হতো।’
অবশ্য প্রতিপক্ষ ব্যাটসম্যানদের প্রশংসা করতে ভোলেননি তিনি, ‘রোহিত ও শিখর যেভাবে শুরু করেছে, এর কৃতিত্ব দিতেই হবে। শুরুটা যেভাবে হয়েছে, মোমেন্টাম ওদের পক্ষে চলে যায়। তাই আমাদের পক্ষে সম্ভব হয়নি ম্যাচে ঘুরে দাঁড়ানো।’
অবশ্য এদিন বাংলাদেশকে কোনো সুযোগই দেননি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ৮৫ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিনি।
এই জয়ের সুবাদে তিন ম্যাচের সিরিজ ১-১-এ সমতায় নিয়ে এসেছে স্বাগতিকরা। আগামী রোববার নাগপুরে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।
ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫.৪ ওভারে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে ভারত।