মেসি খেলবেন, থাকছেন না নেইমার
আগামীকাল বুধবার বিশ্বকাপ বাছাই পর্বে লড়াইয়ে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা। পায়ের চোট কাটিয়ে আর্জেন্টিনা অধিনায়ক লিওনলে মেসি এই ম্যাচে খেলতে নামবেন। তবে ঊরুর ব্যথার কারণে ‘সুপারক্লাসিকোয়’ খেলবেন না ব্রাজিলীয় তারকা নেইমার।
কাল ভোর সাড়ে ৫টায় লড়াইয়ে নামবে ব্রাজিল ও আর্জেন্টিনা। গত জুলাইয়ে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা কাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।
ইএসপিএনের খবের জানা গেছে, চোটের কারণে পিএসজির হয়ে শেষ দুই ম্যাচে খেলেননি মেসি। আগের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে পুরো ম্যাচ খেলেননি তিনি। শেষ দিকে অল্প সময়ের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। কাল প্রথম একাদশে থাকছেন এই আর্জেন্টাইন তারকা।
এদিকে ব্রাজিল ফুটবল ফেডারেশেন এক বিবৃতিতে জানায়, নেইমারের ঊরুতে ব্যথা। তাঁকে বিশ্রাম দেওয়ার হয়েছে।
গত সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হয়েছিল ব্রাজিল ও আর্জেন্টিনা। সাও পাওলোতে খেলা শুরুর পর স্থানীয় স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে স্থগিত হয়ে যায় ম্যাচটি। সেই ম্যাচটি নিয়ে তদন্ত চলছে। এবার আর্জেন্টিনার মাঠে ফিরতি লেগে খেলবে দুই দল।
এরই মধ্যে বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে ব্রাজিল। ১২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৪ পয়েন্ট। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। কাল ব্রাজিলের বিপক্ষে সাফল্য পেলে কাতারের টিকেট পেয়ে যেতে পারে আর্জেন্টিনা।