ম্যাচের আগে হঠাৎ তামিমের পেটের পীড়া
সবকিছু ঠিকঠাক ছিল। ম্যাচের আগের দিনও তামিম ইকবালের ওপেন করার কথা জানান অধিনায়ক মুমিনুল হক। কিন্তু মূল লড়াইয়ে নামার আগে বড় ধাক্কা খেল বাংলাদেশ ক্রিকেট দল। হঠাৎ পেটের পীড়ায় ভুগছেন তামিম। পেটের সমস্যা বেশি থাকায় প্রথম টেস্টে খেলছেন না দলের অন্যতম এ ওপেনার।
আজ সকাল থেকে পেটের সমস্যায় ভুগতে থাকেন তামিম। অসুস্থতার কারণে দলের সঙ্গে মাঠেও আসতে পারেননি বাঁহাতি এ ওপেনার। তাই মূল ব্যাটারকে হারানোর ধাক্কা নিয়েই প্রোটিয়াদের বিপক্ষে লড়াইয়ে নেমেছে মুমিনুল হকের দল।
বাংলাদেশের ফিজিও বায়েজিদুল ইসলাম ভিডিও বার্তায় বলেছেন, ‘তামিম আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই প্রচুর পেটের সমস্যায় ভুগছে। এজন্য আমরা ওকে চিকিৎসা দিয়েছি। আমাদের ডাক্তার তামিমের সঙ্গে হোটেলেই আছেন। আমরা তামিমকে নিয়ে আসিনি। তার পেটের সমস্যার সঙ্গে অনেক ওয়াশরুমে যেতে হচ্ছে। আমরা ওকে ওষুধ দিয়েছি। আশা করছি এটা কমে আসবে।’
তামিম ছাড়াও একাদশে নেই শরিফুল ইসলাম। তাঁর ব্যাপারে বায়েজিদুল জানালেন, ছোটখাটো কিছু চোট আছে শরিফুলের। এ ছাড়া অনুশীলন শেষে দুর্বল অনুভব করছিলেন বাঁহাতি এ পেসার। যার কারণে তাঁকে বিশ্রাম দিয়েছে বাংলাদেশ।
তামিম না থাকায় একাদশে সুযোগ পেলেন সাদমান ইসলাম। শরিফুলের বদলে একাদশে সুযোগ মিলেছে পেসার সৈয়দ খালেদ আহমেদের।
বাংলাদেশ একাদশ : মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ।
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল এরউইয়া, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রায়ান রিকলটন, কাইল ভেরেইনা, ভিয়ান মুল্ডার, কেশভ মহারাজ, সাইমন হার্মার, লিজাড উইলিয়ামস, ডুয়ানে অলিভিয়ের।